২০১৩ সাল থেকে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করছে ডরসেট হিউমিনিটি হেল্প ফাউন্ডেশন, ইউকে। দেশের সকল দূর্যোগ এবং রমজান ও শীতকালিন সময়ে মানবিক কাজ করে আসছে এ সংগঠন। সম্প্রতি সময়ে সিলেটের বিয়ানীবাজার এবং জকিগঞ্জ উপজেলার করোনাকালিন কর্মহীন মানুষকে খাবার সহায়তা দিয়েছে এ সংগঠন।
বিয়ানীবাজার পৌরশহরতলীর নিদনপুর, মুল্লাপুর এলাকা এবং জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামের ৫ শতাধিক পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের চেয়ারম্যান লোকমান হোসেন শাহিদ জানান, এ ধারা আগামিতেও অব্যাহত থাকবে। সেই সাথে তিনি সংগঠনের অন্যান্য কর্মকর্তা ভাইস চেয়ারম্যান তায়া রহমান, সেক্রেটারি আতিকুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুল ইসলাম, ক্যাশিয়ার তাজ উদ্দিন ও এসিসিটেন্ট ক্যাশিয়ার সাদিকুর রহমান সোহেল সহ সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গ, এ প্রতিষ্ঠানটি ২০১৩ সাল থেকে বাংলাদেশের নানা অঞ্চলে কাক করে যাচ্ছে দুর্গত মানুষ নিয়ে। আগামি দিনে শিক্ষা ও স্বাস্থ্য নিযৈও কাজ করবে বলে জানা গেছে