­
­
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

মর্যাদাপুর্ণ ব্রিটিশ এডুকেশন এওয়ার্ড ম্যানচেষ্টারে অনুষ্ঠিত
ব্রিটেন শিক্ষার্থীদের জন্য এক অনন্য দেশ



গ্রেট বৃটেনের মর্যাদাপুর্ণ ‘বৃটিশ এডুকেশন এওয়ার্ড’ ৪র্থ বারের মতো ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মানচেষ্টারের অভিজাত হিলটন হোটেলে।ভিন্ন ধর্ম-বর্ণের সারা দেশের ৭২ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনের মধ্যি দিয়ে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।গত ৩০ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঝাকজমকপূর্ন ‘ব্রিটিশ এডুকেশন এওয়ার্ড ২০২০’ অনুষ্ঠিত হয়।

ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দান আয়ারল্যান্ডের মেধাবী শিক্ষার্থীদের এ মিলন মেলায় উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার, উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন সিটি কাউন্সিল ও মেট্রোপলিটন বারা কাউন্সিলের মেয়র,শিক্ষাবিদ এবং কমিউনিটির সূধীজন । অনুষ্ঠানে ছিল গ্যালা ডিনার এবং মেধাবী মিক্ষার্থীদের মাঝে এওয়ার্ড প্রদান।

২০১৯ সালে শিক্ষাক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফলাফলের অধিকারী স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের যুক্তরাজ্যের পাঁচটি রিজিয়নে ৬টি ক্যাটাগরিতে বাছাইকৃত ৭২ জন শিক্ষার্থীকে মর্যাদাপূর্ণ এ এওয়ার্ড প্রদান করা হয়।এওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা ছিলেন আনন্দে উচ্চসিত।

শিক্ষাবিদ প্রফেসর বাসমা এলাহী এবং নোভেলিস্ট জে অ্যালেন এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এওয়ার্ডে অতিথি হিসেবে উপস্থিত ফরেন এন্ড কমনওয়েলথ অফিস এন্ড দ্যা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভোলপম্যান্ট বিষয়ক মন্ত্রী এন্ড্রু স্টিফেনসন। তিনি তাঁর আলোচনায় বলেন, বিদেশী শিক্ষার্থীদের ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জন্য সহজে ভিসা প্রাপ্তির সুযোগ রয়েছে।

শিক্ষার্থীদেরমোঝে এওয়ার্ড প্রদান করে প্রেরণা জাগানো বক্তব্য প্রদান করেন ম্যানেচষ্টার মেট্রপলিটান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ম্যালকম প্রেস, লীডস ট্রিনিটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মারগারেট হাউজ, ইউনিভার্সটিি ফর দ্যা ক্রিয়েটিভ আর্টস এর ভাইস চ্যান্সেলর প্রফেসর বশির মাকুল।

অনুষ্ঠানে এন্ডু ষ্টিফেনসন ছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেমস ডেলি এমপি, মার্ক লগান এমপি, ক্রিষ্টিন ওয়েকফর্ড এমপি, আফজাল খান এমপি, সায়া ব্রিটক্লিফ এমপি এবং সাবেক মন্ত্রী আইভান লুইস।এছাড়া বিভিন্ন কলেজ-স্কুলের অর্ধশতাধিক অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মানচেষ্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির গভর্ণর ও আল হাবীব ফাউন্ডেশনের চেয়ার শিক্ষাবিদ মোহাম্মদ হাবীবউল্লাহ ওবিই জেপি  ‘ব্রিটিশ এডুকেশন এওয়ার্ড’ অনুষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে বৃটেনের একমাত্র জাতীয় ইভেন্ট হিসেবে তাঁর আলোচনায় উল্লেখ করেন। বক্তারা ব্রিটেনকে শিক্ষার্থীদের জন্য এক অনন্য দেশ হিসেবে উল্লেখ করেছেন। ‘বৃটিশ এডুকেশন এওয়ার্ডে’র ফাউন্ডার আমীন বাবর চৌধুরী বলেছেন ‘চতুর্থবারের মতো এ এওয়ার্ড অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরে তিনি একজন বাংলাদেশী হিসেবে গর্বিত।’

এছাড়াও শিক্ষাক্ষেত্রে অনন্য ভূমিকা রাখায় অধ্যাপক বাশির মাকবুলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।ভবিষ্যতে উচ্চতর শিক্ষায় ভাল ফলাফল এবং ক্যারিয়ার গঠনে এ এওয়ার্ডটি বিশেষ অনুপ্রেরণা প্রদান করবে এ প্রত্যাশা ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ উপস্থিত অতিথিসহ সকলের, তাঁরা সবাই এ অনুষ্ঠানের ভূয়শী প্রশংসা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন