­
­
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «  

বাংলাদেশ দূতকে ডেকে জানাল দিল্লি কাঁটাতারের বেড়া নির্মাণে প্রটোকল মানা হয়েছে



সীমান্তে ‘অননুমোদিত’ বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশের প্রতিবাদের পাল্টায় ভারত সরকার দাবি করেছে, বেড়া নির্মাণসহ অন্যান্য পদক্ষেপে দুই দেশের মধ্যে হওয়া সব প্রটোকল ও চুক্তি মানা হয়েছে। ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানানোর পরদিন দিল্লিতে বাংলাদেশের শীর্ষ কূটনীতিককে তলব করে এই বক্তব্য দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) দুপুরে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পরে তলবের বিষয় জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “বেড়া নির্মাণসহ সীমান্তে নিরাপত্তার বিষয়ে জানানো হয়েছে যে, দুই সরকারের মধ্যে এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে হওয়া সব প্রটোকল ও চুক্তি মেনেছে ভারত।”

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে দুই দেশের উত্তেজনার মধ্যে রবিবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে। ওই বৈঠকে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার পাশাপাশি সীমান্ত হত্যার ঘটনায় পররাষ্ট্র সচিবের উদ্বেগ প্রকাশের কথা তুলে ধরা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের সাম্প্রতিক কর্মকাণ্ডের ঘটনায় বাংলাদেশের গভীর উদ্বেগের বিষয়টি জানিয়েছেন পররাষ্ট্র সচিব। তিনি জোর দিয়ে বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড, বিশেষ করে অননুমোদিতভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রম সীমান্ত এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলা তৈরি করেছে।”

মন্ত্রণালয় বলেছে, সম্প্রতি সুনামগঞ্জে বিএসএফ কর্তৃক এক বাংলাদেশিকে হত্যার ঘটনা উল্লেখ করে ‘সীমান্ত হত্যার ঘটনার এমন পুনরাবৃত্তিতে উদ্বেগ ও হতাশা’ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব। ওই তলবের পাল্টায় সোমবার বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে ভারত।
অপরাধ ও চোরাচালান দমনে বেড়া নির্মাণসহ অন্যান্য পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরার বিষয় বাংলাদেশ দূতের কাছে তুলে ধরার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আন্তঃসীমান্ত অপরাধ কর্মকাণ্ড, চোরাচালান, অপরাধীদের চলাচল ও মানবপাচারের চ্যালেঞ্জকে কার্যকরভাবে মোকাবেলার মাধ্যমে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের প্রতিশ্রুতি ভারত পুনর্ব্যক্ত করেছে। সীমান্ত নিরাপত্তার জন্যই কাঁটাতারের বেড়া, সীমান্তে বাতি লাগানো, টেকনিক্যাল ডিভাইস স্থাপন এবং গরুর বেড়ার মতো পদক্ষেপ।”

বাংলাদেশ আগের সব বোঝাপড়াগুলো বাস্তবায়ন করবে এবং ঢাকার দিক থেকে আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি থাকবে- এমন প্রত্যাশার কথা বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারের কাছে তুলে ধরার কথাও বলা হয় বিজ্ঞপ্তিতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন