মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) দুপুরে নিশিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর রিমান্ড শুনানি করতে তাকে কড়া পুলিশ নিরাপত্তায় আদালতে তোলা হয়। আদালতে ওঠার সময় লিফটের সামনে নিশি বলেন, ‘শেখ হাসিনা আসবে। জয় বাংলা। আমাকে একা গ্রেপ্তার করতে পারো। তবে বাকিদের কি করবে?’
এ সময় লিফটের সামনে থাকা আইনজীবীদের বাধার মুখে পড়েন। তাকে লিফটে উঠতে বাঁধা দেন আইনজীবীরা। পরে তাকে সিঁড়িতে করে আদালতের ৯ তলায় এজলাস কক্ষে নেওয়া হয়। এরপর বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুরু হয় রিমান্ড শুনানি। উভয়পক্ষের শুনানি শেষে তাকে দুই দিনের রিমান্ড নেয়ার আদেশ দেন বিচারক।
রিমান্ড শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, নিশিকে মারধর করা হয়েছে। গত সোমবার বিকেলে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত এলাকা থেকে নিশিকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় গত ২৮ অক্টোবর হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহিরুল হক হলের শিক্ষার্থী আরমান হোসাইন। মামলায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ ২২০ জনকে আসামি করা হয়।