­
­
সোমবার, ৩১ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «   মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে  » «   এশিয়ার দেশগুলোর ‘যৌথ সমৃদ্ধির পথরেখা’ চাইলেন ইউনূস  » «   বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির আলোচনায় যুক্তরাষ্ট্র  » «   চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন ড. ইউনূস  » «   সনজীদা খাতুনের প্রয়াণে লিখেছেন মৌসুমী ভৌমিক  » «   যারা বলে একাত্তর ও চব্বিশ সমান, তারা মুক্তিযুদ্ধ করেনি  » «  

“বিবর্তন থিয়েটার” এর আত্মপ্রকাশ : শামীম সভাপতি সবুজ সম্পাদক



“শুদ্ধতার জন্য সংস্কৃতি” এই স্লোগানকে উপজীব্য করে বিবর্তন থিয়েটার নামে একটি নতুন সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে কিশোরগঞ্জে। গত ১০ অক্টোবর সংগঠনের চুড়ান্ত রুপরেখা তৈরি করে গতকাল শুক্রবার মিটিংয়ে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কমিটি চুড়ান্ত করা হয় এবং যা ১০ই অক্টোবর থেকে কার্যকর হবে বলে সভায় সিদ্বান্ত গৃহিত হয়। দুই বছর মেয়াদী কমিটিতে সর্ব-সম্মতিক্রমে মোহাম্মদ দেলোয়ার হোসেন শামীমকে সভাপতি, মোঃ নূরে আলম সিদ্দিকী সবুজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও সহ-সভাপতি- সর্দার কামরুজ্জামান স্বপন ও গাজী মহিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক- মোঃ আরিফ খান, সাংগঠনিক সম্পাদক- মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক- তৌকির ইসলাম তন্ময়, অর্থ সম্পাদক- সিদ্রাতুল মুনতাহা টুম্পা, প্রচার ও প্রকাশনা- আবিরুল ইসলাম, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক- আন্তা রহমান এবং কার্যকরী সদস্য হিসেবে ম. ম জুুয়েল, মোঃ ছফির উদ্দিন একলু, আবুল কালাম আজাদ, জাকিয়া তাজকিরাতুল, মোজাহিদুল ইসলাম তুষার, রাইয়া রহমান প্রমুখ নির্বাচিত হন।

সংগঠন সংশ্লিষ্টজনের সাথে কথা বলে জানা যায়, একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্রের আলোকে বাঙ্গালী সংস্কৃতির শুদ্ধ চর্চার একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে “বিবর্তন থিয়েটার”।

ঘরোয়া পরিবেশে একটি মিটিংয়ের মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটলেও অচিরেই কোন আয়োজনের মধ্য দিয়ে মঞ্চে নিজেদের জানান দিবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন সংগঠনের সভাপতি-সম্পাদক। কিশোরগঞ্জ তথা সারাদেশে শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিবর্তন থিয়েটার কাজ করবে। এ ব্যাপারে সংস্কৃতিমনা সকলের সার্বিক সহযোগীতা কামনা করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন