­
­
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «   মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে  » «   এশিয়ার দেশগুলোর ‘যৌথ সমৃদ্ধির পথরেখা’ চাইলেন ইউনূস  » «  

জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার আইজিসিএসই  ফলাফল উদযাপন অনুষ্ঠান



জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলইংরেজি শাখার আই জি সি এস ই ২০২০ এবং ২০২১ সালের ফলাফল উদযাপন  উপলক্ষ্যে জেদ্দার একটি পিকনিক স্পর্টে  মনোরম পরিবেশে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার দুপুরে মধ্যাহ্নভোজ ও আসরের নামাজের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেসবাহউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং তাশফিয়া আজাদ, সায়্যেদা মোহাম্মদ আনোয়ার , সাদাফ হোসেন এবং জুনায়েদ এর এর যৌথ পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম কাউন্সেলর মোহাম্মদ আমিনুল ইসলাম, কনসাল জেনারেল এর সহধর্মিনী ড. রওনক জাহান খান, শ্রম কাউন্সেলর এর সহধর্মিনী  মিসেস আসমা হাসনাইন।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আলমগীর হোসেন, সদস্য মোহাম্মদ জাবে হোসেন এছাড়াও ও সন্মানিত অভিভাবকবৃন্দসমাজের বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এরপর স্বাগত বক্তব্য রাখেন স্কুল অধ্যক্ষ এস এম মিজানুর রহমান। এরপর ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা পরবর্তীতে বড় পর্দায় ছাত্র-ছাত্রীদের স্মৃতি রোমন্থনের এক চমৎকার ভিডিও ক্লিপ প্রদর্শিত হয়। ছাত্র-ছাত্রীদের এই চিত্তাকর্ষক পরিবেশনা সকলের মন ছুঁয়ে যায়। এসময় প্রধান অতিথির বক্তৃতায় বলেন প্রতিটি ছাত্রছাত্রীকে মেধাবী এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন তিনি। ছাত্রছাত্রীরা নিজেদের মেধার স্বাক্ষর রাখছে এবং স্কুলের সুনাম বয়ে আনছে। তিনি ধন্যবাদ জানান শিক্ষক এবং অভিভাবকগণকে।

এরপরেই ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো অনুষ্ঠান জুড়ে ছাত্র-ছাত্রীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো নেচে-গেয়ে তারা সকলকে মাতিয়ে রাখেঅনুষ্ঠান শেষে স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সাথে নিয়ে কেক কাটেন

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক মোহাম্মদ আরিফুর রহমান আকন্দ

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন