সিলেটে করোনা চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখছে ঢাকাস্থ জালালাবাদবাসীর প্রাচীনতম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন। জালালাবাদের উদ্যোগে দেশ-বিদেশে এরইমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সেই ধারাবাহিকতায় সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স-এ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে এগিয়ে এসেছেন গোলাপগঞ্জ উপজেলার প্রবাসী আটজন কৃতি সন্তান । তারা হলেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লু, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, অফিস সেত্রেুটারী শামীম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শিব্বির আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শারিয়ার আহমেদ সুমন, কার্যনির্বাহী সদস্য মারুফ আহমেদ, মোঃ দিলওয়ার হোসেন, বাহার উদ্দিন ।
তাঁরা জালালাবাদ এসোসিয়েশন ইউকের আহবানে সাড়া দিয়ে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স-এ অত্যাধুনিক তিনটি অক্সিজেন কন্সেনটেটর ও হুইলচেয়ারসহ অন্যান্য সামগ্রী প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেন। যা দিয়ে কোন ধরনের খরচ ছাড়াই শ্বাস কষ্টে আক্রান্ত রোগীরা সেবা নিতে পারবেন।
প্রবাসীরদের এই সহায়তা গ্রহণ করতে প্রস্তুত রয়েছে উপজেলা স্বাস্হ্য বিভাগ।আগামী সাপ্তাহে কন্সেনটেটর তিনটি হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে দাতাদের।ইতিমধ্যে জালালাবাদ এসোসিয়েশন ইউকের নেতৃত্ব সিলেটের দুটি করোনা হাসপাতালে ১০ টিঅক্সিজেন কনসেনট্রাটর প্রদান করা হয় এবং সিলেটের খাদিম নগরে কিডনি ফাউন্ডেশন এবং জালালাবাদ এসোসিয়েশন ৫০ শয্যার করোনা ইউনিয়ট চালু করে করোনা রুগিদের সেবা কার্যক্রম শুরু করে।
প্রেস বিজ্ঞপ্তি