সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
লন্ডনে বাংলায় স্টেশনের নাম নিয়ে ব্রিটিশ এমপির ক্ষোভ!  » «   বৈশ্বিক পাসপোর্ট সূচকে কিছু উন্নতি : ফিলিস্তিন-লিবিয়ার অবস্থানে বাংলাদেশ  » «   সমাজসেবী হাজী আব্দুর রহমানের ইন্তেকাল  » «   বাংলা একাডেমির ‘আদব-কায়দা’ নিয়ে প্রশ্ন তুললেন সলিমুল্লাহ খান  » «   সুরভি-র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  » «   বরের পিতা আওয়ামী লীগ নেতা, চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে ‘মব’ তাণ্ডব  » «   বিশ্ব ইজতেমা ময়দানে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে  » «   মার্কিন অর্থায়ন বন্ধের প্রভাব : আইসিডিডিআর,বি’র সহস্রাধিক কর্মী ছাঁটাই হচ্ছে  » «   ‘মধুচন্দ্রিমা শেষ’, প্রত্যাশার চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর: আইসিজি  » «   সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর, ধনী নোয়াখালী  » «   হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ : ৬৪ জন যাত্রী ও ক্রুর ভাগ্যে কী ঘটেছে  » «   ভারতীয় বিতর্কিত সিনেমা ‘ইমার্জেন্সি’: শেখ মুজিবের মুখে এ কী সংলাপ? : ব্রিটেনে বিক্ষোভ  » «   প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি  » «   চরমোনাই পীরের অফিসে গিয়ে মির্জা ফখরুলের বৈঠক: ফ্যাসিবাদী শক্তি ঠেকাতে ঐক্যমত  » «   স্থগিত হওয়া বাংলা একাডেমি পুরস্কার, প্রত্যাখান সেলিম মোরশেদের  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

স্পেন দূতাবাস  প্রবাসীদের আটকে পড়া  পাসপোর্ট  ও পুলিশ ক্লিয়ারেন্স  দ্রুত পেতে কাজ করছে



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ টীম পূর্ব ঘোষনা অনুযায়ী ২২,২৩,২৪,ও ২৫ আগস্ট বার্সেলোনা শহরের একটি হলরুমে দূতাবাসের অধিনে নিরপেক্ষ স্থানে কন্স্যুলার সেবা প্রদান করেছে।

সকাল ৯টা থেকে কাতালোনীয়া রাজ্যের বিভিন্ন স্থান থেকে পূর্ব নির্ধারিত সিরিয়াল অনুযায়ী সেবা নিতে আসা আসেন প্রবাসী বাংলাদেশিরা।  টানা চারদিন এ সেবা প্রদান করে বাংলাদেশ দূতাবাস।

সাম্প্রতিক সময়ে  স্পেনে কোভিড-১৯ দ্বিতীয় ধাপে বৃদ্ধি পাওয়াতে দূতাবাস নির্ধারিত-  ‘প্রতি মাসের বার্সেলোনায়  সেবা কার্যক্রম‘  চালু রাখা সম্ভব হয়ে ওঠেনি বলে ৫২বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন-  স্পেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও মিশন উপ-প্রধান  এম হারুন আল রশিদ।

কোভিড পরিস্থিতির কারণে  দূতাবাসের সেবা কার্যক্রম  সুনিদৃষ্ট দিন ও সময়ে  দেয়া হবে। এজন্য সেবা গ্রহীতাদেরকে দূতাবাসের নোটিশ দেখে, সেবার বিষয় জেনে, নিদৃষ্ট  তারিখে এপয়েন্টম্যান্ট করার  অনুরোধ করা হয়েছে।

কোভিড ১৯ সংকট সময়ে সকলের জন্য সেবা নিশ্চিতকরণে   বার্সেলোনা কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দের আন্তরিক  সহযোগিতার আহ্ববান জানিয়েছে দূতাবাস।

করোনা পরিস্থিতির কারণে ঢাকার স্পেন দূতাবাসের কার্যক্রম বন্ধ  রয়েছে। এদিকে স্পেনে বাংলাদেশীদের   বৈধ্যতার আবেদনের জন্য বাধ্যতামূলক  ‘পুলিশ ক্লিয়ারেন্স‘  এর প্রয়োজন। যা এখন পাওয়া যাচ্ছে না। এ নিয়ে স্পেন প্রবাসীরা আছেন মারাত্নক সংকটে। ৫২বাংলার প্রশ্নের জবাবে মিশন উপ-প্রধান  এম হারুন আল রশিদ তাদের আন্তরিক প্রচেষ্টার কথা জানিয়েছে-

দেশে বাংলাদেশের পাসপোর্ট অফিসগুলোতে  আমলাতান্ত্রিক  জটিলতায় আটকে আছে কয়েক হাজার স্পেন প্রবাসীদের পাসপোর্ট। এদিকে পাসপোর্টের অভাবে  বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রবাসীরা।   স্পেন বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার জানিয়েছেন করোনা  পরিস্থিতির  কারণেই এই কার্যক্রম কিছুটা স্থবির  আছে।

মাদ্রিদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও মিশন উপ-প্রধান এম হারুন আল রশিদ এর নেতৃত্বে চার দিনের সেবা দিতে  আসেন দুতাবাসের   প্রথম শ্রম সচিব মো.মুতাসসিমুল ইসলাম,দূতাবাস কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম,এএসএম রেজাশাহ পাহলভী ও অফিস সহকারী মো.শফিক ইসলাম।

দূতাবাসের সেবাসমূহের মধ্যে ছিল প্রবাসীদের এমআরপি নতুন পাসপোর্ট বিতরণ, নতুন আবেদনকারী এমআরপি’র এনরোলমেন্ট ,পাসপোর্ট রি-ইস্যু আবেদন গ্রহণ,৬ বছরের কমবয়সী বাচ্চাদের এমআরপির আবেদন গ্রহণ,মোবাইল ইউনিটের মাধ্যমে নতুন পাসপোর্টের আবেদনকারীর ছবি, ফিঙ্গার প্রিন্ট গ্রহণ,স্প্যানিশ পাসপোর্টধারী বাংলাদেশী নাগরিকদের নো-ভিসা আবেদন গ্রহণ,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পূরনের আবেদন এছাড়াও প্রবাসীদের প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র সত্যায়ন এবং প্রবাসীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন গ্রহণ ইত্যাদি।

এদিকে  ৫২বাংলাকে সেবা গ্রহীতারা  দুতাবাস টীমের সেবা পেয়ে তাদের সন্তুস প্রকাশ করে অনেকে বলেছেন পূর্বের চেয়ে এবারের সেবার মান অনেকটা ভালো ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন