সেবাই তার পেশা। শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে রোগীদের সেবা দিয়েছেন দীর্ঘদিন। পেশাগত জীবন থেকে বর্তমানে অবসরে থাকলেও মানুষের সেবা থেকে পিছ-পা হননি।
বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা: মনোজ্জির আলী নিজ উদ্যোগে মানব সেবার লক্ষ নিয়ে প্রতিষ্টা করেছেন এম এন্ড জে ওয়েলফেয়ার ট্রাস্ট।
৪ জানুয়ারী মঙ্গলবার তার জন্মস্থান সিলেট এর বিয়ানীবাজারে নয়াগ্রামে ট্রাস্টের উদ্যোগে পরিচাণা করেছেন একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প। পৌষের শীতকে সকালে সকাল থেকে নয়াগ্রাম শাহী ঈদগাহ প্রাঙ্গনে অনুষ্ঠিত ফ্রী মেডিকেল ক্যাম্পে ছিল সেবা গ্রহিতাদের দীর্ঘ সারি। প্রফেসর ডা: মনোজ্জির আলীর চোখে-মুখে আনন্দের আভা নিয়েই দিনব্যাপি কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন।
বিস্তারিত প্রতিবেদনে