করোনা ভাইরাস (ওমিক্রন ভেরিয়েন্ট) অতিরিক্ত হারে সংক্রমনের কারণে আগামী ২৬ জানুয়ারী ২০২২ পর্যন্ত যুক্তরাজ্যকে ‘প্ল্যান বি’ মেনে চলার নির্দেশ দিয়েছে সরকার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ন্যাশনাল হেল্থ সার্ভিস এবং হাসপাতালের উপর চাপ বাড়ার কারণে ইংল্যান্ড আপাতত ‘প্লান বি’ কোভিড-১৯ বিধি- নিষেধের আওতায় থাকবে। আজ(৫ জানুয়ারি)পার্লামেন্টে এক পর্যালোচনা শেষে বলেছেন, আগামি ২৬ জানুয়ারী পর্যন্ত বিধি নিষেধ বহাল থাকবে এবং ঐ দিন রিভিউ করে পরবর্তি ঘোষনা আসবে।
ইংল্যান্ডে বর্তমানে ‘প্লান বি‘ নামে যে নিয়মগুলি রয়েছে, সেসব নিয়ম মেনে সকলকে চলতে হবে। ‘প্লান বি’তে রয়েছে- থিয়েটার এবং সিনেমা হল সহ বেশিরভাগ ইনডোর পাবলিক ভেন্যুতে বাধ্যতামূলক মুখে মাক্স দিয়ে ঢেকে রাখতে হবে। এ ছাড়া পাবলিক ট্রান্সপোর্টগুলোতে ও দোকান- শপিং মহলে এবং হেয়ারড্রেসার গুলোতে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। তবে পাব, রেস্তোরা ও জিমের মতো স্থানগুলিতে এটি “ব্যবহারিক নয়” বলা হয়েছে।
কর্মজীবিদের যতটুকু সম্ভব অফিসে না গিয়ে বাড়িতে থেকে কাজ করার অনুমতি দেয়া হয়েছে এবং যে সকল কর্মক্ষেত্র উচ্চ-ঝুঁকিপূর্ণ বসার জায়গা, সেই সব স্থানে প্রবেশ করার আগে Lateral Flow Test কোভিড পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। নাইটক্লাব ও বড় ইভেন্ট গুলোতে ঢুকার আগে লোকদের ভ্যাকসিনের সার্টিফিকেট অথবা সম্প্রতি করা করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।
এদিকে এ্যাডুকেশন সেক্রেটারি বলেছেন, মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষার্থীদের ২৬ জানুয়ারি পর্যন্ত ক্লাসে মুখে মাস্ক বাধ্যতামূলক এবং ঘর থেকে স্কুলে যাওয়ার আগে শিক্ষার্থীরা করোনা টেষ্ট করে পরীক্ষা নেগিটিভ হলে বিদ্যালয়ে যেতে পারবে।