­
­
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «   সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «   গাজায় ইসরায়েলি আগ্রাসন : প্রতিবাদে সামিল বাংলাদেশ  » «   যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «  

‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তর হচ্ছে’— আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে পররাষ্ট্রমন্ত্রী



পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আবদুল মোমেন এমপি বলেছেন, ‘সকল প্রতিকুলতাকে মোকাবেলা করে বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়বো এই হোক আমাদের অঙ্গীকার।’

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নত দেশে রূপান্তর হতে যাচ্ছে । দেশের এই উন্নতি ও অগ্রগতির সাথে তাল মিলিয়ে আমাদের নতুন প্রজন্মকে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে হবে। এই দক্ষ জনসম্পদ গড়ে তুলতে স্কাউট আন্দোলন বড় ভূমিকা রাখতে পারে ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার লক্ষনাবন্দে সিলেট আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম আঞ্চলিক স্কাউট ফ্রেন্ডশিপ ক্যাম্পের মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। তিনি বলেন, স্কাউট আন্দোলন সর্বত্র সফলতার স্বাক্ষর রাখে ও ভাতৃত্বের বন্ধন দৃঢ করে । স্কাউটরা দেশের মানুষের সেবা প্রদান করে থাকে । দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। তরুণদের স্কাউটে অংশ গ্রহণ করা খুবই প্রয়োজন । আমরা সকল প্রতিকুলতাকে মোকাবেলা করে বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়বো এই হোক আমাদের অঙ্গীকার।

প্রধান স্কাউটস ব্যক্তিত্বের বক্তব্যে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের পৃষ্ঠপোষক, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যেকোনো দুর্যোগ-দুর্ঘটনায় স্কাউটসরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে স্কাউটরা সফল ভাবে অংশগ্রহণ করে থাকে। তিনি স্কাউটদের উদ্দেশ্য করে আরো বলেন, বঙ্গবন্ধুর ক্ষদা দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ে তুলতে স্কাউটরা ভূমিকা রাখতে হবে। এই ক্যাম্প থেকে যা শিখেছো তা তোমাদের জীবনের চলার ক্ষেত্রে কাজে লাগাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট অঞ্চল স্কাউটসের সহ – সভাপতি, ক্যাম্পের সাংগঠনিক কমিটির আহ্বায়ক মনজুর সাফি চৌধুরী এলিম।
আঞ্চলিক উপকমিশনার (স্পেশাল ইভেন্টস) প্রমথ সরকার এলটি এর পরিচালনায় ও সিলেট অঞ্চল স্কাউটসের কমিশনার মুবিন আহমদ জায়গীরদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন -গোলাপগঞ্জ উপজেলা নিবাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – সিলেট অঞ্চল স্কাউটসের সম্পাদক মহিউল ইসলাম মুমিত,আবাসন ব্যাবস্থাপনা উপ-কমিটির আহবায়ক ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম এলটি, আঞ্চলিক উপকমিশনার( সমাজ উন্নয়ন) মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, ক্যাম্প মিডিয়া কমিটির আহ্বায়ক হিফজুর রহমান খান , সদস্য সচিব,গোলাপগঞ্জ উপজেলা স্কাউটসের সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সাংবাদিক ফারহান মাসউদ আফছর প্রমুখ।

উল্লেখ্য ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজারে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৫দিন ব্যাপি এই ক্যাম্প অনুষ্ঠিত হয় । এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৯১টি দলের মাধ্যমে শিক্ষক সহ মোট ৯২০ জন অংশ গ্রহণ করেছিলেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন