­
­
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «  

যুক্তরাজ্য প্রবাসীদের অনন্য অবদানের স্মারক ও গৌরবের প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টারকে একটি প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে- হাই কমিশনার
আগামী ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব বাংলাদেশ সেন্টার ভবনে আয়োজন করার সিন্ধান্ত



বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম বলেছেন, বাংলাদেশ সেন্টারের সাথে বাংলাদেশ হাই কমিশনের একটি ঐতিহাসিক যোগসূত্র রয়েছে।১৯৭১ সালের আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে এ সেন্টারে বাংলাদেশের প্রথম দূতাবাস ছিল।তিনি সেন্টার প্রতিষ্ঠায় যারা ভূমিকা রেখেছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।এ সেন্টার ক্রয়ে বাংলাদেশ সরকার আর্থিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন ,যুক্তরাজ্য প্রবাসীদের অনন্য অবদানের স্মারক ও গৌরবের এ প্রতিষ্ঠানকে একটি প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে। যেখানে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টির চর্চ্চা হবে। তিনি বলেন, এ সেন্টারের সাথে আমাদের নতুন প্রজন্ম বৃটিশ বাংলাদেশীদের সম্পৃক্ত করতে হবে।

১২ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ সেন্টারের ম্যানেজমেন্ট কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সভা পরিচালনা করেন সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। সভায় উপস্হিত ছিলেন বাংলাদেশ হাই কমিশন লন্ডনের মিনিস্টার ( পলিটিক্যাল) এ এফ এম জাহিদ উল ইসলাম, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ মুহিবুর রহমান, শাহানুর খান, আশরাফ উদ্দিন, কবির উদ্দিন, মানিক মিয়া, গুলনাহার খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, ফয়সল আহমদ,চীফ ট্রেজারার মামুন রশীদ, যুগ্ম ট্রেজারার শিব্বির আহমদ, আক্তার আলী , ম্যানেজমেন্ট কমিটির সদস্য জবরুল ইসলাম,দিলওয়ার হোসেন,জাকির হোসেন,এ,কে,এম আব্দুল্লা , মো: আব্দুল আলীম ফজলু,আলী বেবুল, শওকত মাহমুদ টিপু,মো: নিজাম উদ্দিন, মোহাম্মদ শামীম আহমদ,সাদিক রহমান,ফখরুল ইসলাম , আনোয়ার আলী ও প্রধান নির্বাহী এসএম মোস্তাফিজুর রহমান।

সভায় মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাংলাদেশ সেন্টারের লীজের প্রেক্ষাপট ও ব্যাখ্যা উপস্হাপন করা হয়।সভায় সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সেন্টারের সংস্কার কাজের দায়িত্বে থাকা জ্যাকফ্রুট এন্টারপ্রাইজের কাজের অগ্রগতি বিস্তারিতভাবে তুলে ধরে বলেন,আগামী মাসের মধ্যে তারা সংস্কার কাজ সম্পন্ন করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছে।
পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাংলাদেশ সেন্টারের লীজের প্রেক্ষাপট ও ব্যাখ্যা চমৎকার ভাবে উপস্হাপন করার জন্য সেন্টারের চেয়ারম্যান ও হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।

সভায় সেন্টারের আসবাবপত্র ও সাজসজ্জা ক্রয় করার বিষয়ে বিল্ডিং কমিটির সিন্ধান্ত অনুমোদন করা হয়। এছাড়া সভায় সর্বনিম্ন দরপত্রের জিনিসপত্র মানসম্মত হবে কিনা তা যাচাই-বাছাই করার জন্য ৩ দিনের মধ্যে বিল্ডিং কমিটির সভায় তা চূড়ান্ত করার সিন্ধান্ত নেয়া হয়।

সভায় বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি উৎসব আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশ সেন্টার ভবনে আয়োজন করার সিন্ধান্ত নেয়া হয়।

এছাড়া সভার শুরুতে গত দেড় বছরে বাংলাদেশ সেন্টারের যে সকল প্রতিষ্ঠাতা সদস্য , স্হায়ী সদস্য , আজীবন সদস্য ও সাধারণ সদস্য মৃত্যবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং একটি শোক প্রস্তাব নেয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন