সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ’র প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, ভাল শিক্ষা দিয়েই আমরা আমাদের দেশকে আরো সুন্দর করে সাজাতে পারি। ভাল শিক্ষার মধ্যেই চিকিৎসা, স্বাস্থ্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, উচ্চ পদস্ত কর্মকর্তা সহ সকল বিভাগেই ভাল শিক্ষিতরাই স্থান করে নেন। তাই আমাদের নতুন প্রজন্মকে এই শিক্ষা দিয়ে গড়ে তোলার কোন বিকল্প নাই।
তিনি বলেন, কোভিড-১৯ সব দিক থেকে আমাদের জন্য বিপদ নিয়ে এসেছে। শুধু বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হয়নি বিশ্বের অনেক রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দক্ষতার সাথে তা মোকাবেলা করে চলেছি।অতি শ্বাস কষ্টজনিত রোগীর অক্সিজেনের কোন বিকল্প নেই। লুৎফুর রহমান যে কাজটি করেছেন তা অত্যান্ত প্রশংসনীয়।
নুরুল ইসলাম নাহিদ বুধবার (৮ সেপ্টেম্বর) উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফুর রহমানের প্রায় ১৫ লক্ষ টাকা অর্থায়নে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেনিফল্ড সিস্টেমে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা ও ২০ শয্যার করোনা ইউনিটের আনুষ্টানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি এসময় লুৎফুর রহমানকে আর্থিক সহায়তার মাধ্যমে এই মহতি উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিমাংশু লাল রায় এর সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহিনুর ইসলাম শাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড.নাসির উদ্দিন খান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এড. ইকবাল আহমদ চৌধুরী, সিলেট জেলার সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল,গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক অ্যাড.আব্বাস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সুদর্শন সেন, উপজেলা আওয়ামীলীগ’র সহসভাপতি লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সামাদ জিলু।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেক থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, সিলেট জেলা সিলেট জেলা আওয়ামীলীগ সদস্য শহিদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি জিল্লুর রহমান,জহির উদ্দিন, যুগ্ম সম্পাদক আকবর আলী ফখর, সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, সৈয়দ হাসিন আহমদ মিন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাধারন সম্পাদক ইউনুছ চৌধূরী, সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এমদাদ রহমান, জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিমার আলী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ফয়জুল আলম ফয়ছল, সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হানিফ খান, প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, স্বাস্থ্য সম্পাদক রুমেল সিরাজ, উপ দপ্তর সম্পাদক হোসেন আহমদ, সদস্য এম জেড আলম, নুরুল ইসলান, ফরিদ উদ্দিন ইরান, আবুল কাশেম সেবুল, আজমল হোসেন মনি প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলন পৌর ছাত্রলীগের সভাপতি কামরান আহমদ, সাধারন সম্পাদক দেলওয়ার হো,সেন দিপন, ছাত্রলীগ নেতা শাকিল আহমদ, সাংবাদিক সুলতান আবু নাসের, জয় রায় হীমেল, জাহিদ উদ্দিন, ফারহান মাসুদ আফছর প্রমুখ।