বার্সেলোনার সুপারমার্কেট ব্যবসায়ীদের সংগঠন সুপারমার্কেট এসোসিয়েশন আয়োজন করে বার্ষিক বনভোজন। রবিবার (৫ সেপ্টেম্বর) জিরোনার সমুদ্রতীরবর্তী পিকনিক স্পট ব্লানেস-এ অনুষ্ঠিত হয় এ আয়োজন।
পরিবারসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ দু’টি বাসযোগে প্রায় দেড়-শতাধিক প্রবাসী বাংলাদেশী নিয়ে এ আয়োজন সম্পন্ন করেন। দুপুরের ভোজন ছাড়াও অনুষ্ঠান স্থলে কুইজসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
খেলাধুলা এবং বিভিন্ন প্রতিযোগীতায় বড়দের প্রীতি ফুটবল ম্যাচে টিম বাস-১ এবং টিম বাস-২ এর মধ্যে টিম বাস-১, কেরাত প্রতিযোগীতায় মুরছালিন আল ছামি, মাহাদি, আরাফাত হাসান রাফি, মাজেদা, বাচ্চাদের দৌড় প্রতিযোগীতায় গ্রুপ-এ তে মাহাদি আলী আহমেদ, মাইশা তাসনিম, গ্রুপ-বি তে মাহিয়া, তাইবা হক, আদনান এবং গ্রুপ-সি তে সাফওয়ান, রাইয়ান, মাজহারুল, মহিলাদের হাড়িভাঙ্গায় জুমি, ইয়াসমিন, শাম্মি, পুরুশদের হাড়িভাঙ্গায় রফিক উদ্দিন, সুমন আহমদ, মাইসা এনং সবশেষে লটারীর মাধ্যমে আলী হোসেন, শামিমা বেগম এবং রেজাউল করিম শহিদকে পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। খেলাধুলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া সম্পাদক আশরাফ হোসেন মামুন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি শিপলু আহমদ নিয়াজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্ঠা আফতাব নজরুল ইসলাম, নজরুল ইসলাম, সহ-সভাপতি তুতিউর রহমান, যুগ্ম সম্পাদক খোকন উদ্দিন প্রমূখ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল বাসিত কয়সর, রফিক উদ্দিন, আবু তালেব সহ আমিন আলী রফিক, মো. কামাল, সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান আকবর, সহ সভাপতি বেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক জাকির উদ্দিন, ফখর উদ্দিন মিনহার, ফয়সল আহমেদ, নুরুজ্জামান আলী, কোষাধ্যক্ষ- জয়নাল আহমদ, সহ-কোষাধ্যক্ষ- মেহরাব হোসেন মাসুম, সাংঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, সহ-সাংগঠনিক শুক্কুর আহমদ সেলিম, খায়রুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক- জোবায়ের আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক- আলী হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক সুমন আহমদ, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক শামীম আহমদ মাসুক, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মোক্তাদির মুক্তি প্রমুখ।