­
­
মঙ্গলবার, ২০ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অভিনেত্রী নুসরাত ফারিয়া বিমানবন্দর থেকে কারাগারে: ইন্টেরিমের প্রতি শিল্পীদের ক্ষোভ ও তিরস্কার  » «   বিশ্বরেকর্ড গড়ে এভারেস্ট জয় করলেন বাংলাদেশি শাকিল  » «   বিশ্বের কাছে বার্তা দিতে পাল্টাপাল্টি প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত-পাকিস্তান  » «   ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে আটকা শতাধিক পণ্যবাহী ট্রাক, বাংলাদেশ জানেই না স্থগিত সিদ্ধান্তের কথা!  » «   স্থলপথে পণ্য নেবে না ভারত : কেনো এত উদ্বিগ্ন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা  » «   চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেওয়া নিয়ে বিতর্ক: কী জানা যাচ্ছে  » «   পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা  » «   সিলেটে ডা. জোবাইদার ‘বেনামি’ পোস্টার ঘিরে আলোচনার ঝড়  » «   মাত্র ১৪ কর্মদিবসে মাগুরার আছিয়া ধর্ষণ-হত্যার বিচার, ধর্ষককে মৃত্যুদণ্ড  » «   হামাস নির্মূলে গাজায় ইসরায়েলি আগ্রাসন তীব্রতর, ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের  » «   সৌদির সমাজে বড় পরিবর্তন, কীভাবে সম্ভব হলো?  » «   আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে এখন আমরা কী নির্মাণ করছি?  » «   ডলার খোলাবাজারে : দাম অস্বাভাবিক বাড়লে কী হবে?  » «   নির্বাচন নিয়ে বিএনপির উদ্বেগ কেন?  » «   আওয়ামী লীগ নিয়ে খবর প্রকাশ বা সোশাল মিডিয়ায় লেখাও কি নিষেধ?  » «  

সিলেট ৩ উপনির্বাচনের শেষ প্রচারনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদক
হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি :



সিলেট ৩( বালাগঞ্জ, ফেঞ্চুগন্জ ও দক্ষিণ সুরমা) আসনের সংসদীয় উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেতা জনাব হাবিবুর রহমান’র নির্বাচনী শেষ প্রচারণায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জয় বাংলা শ্লোগানে ‘নৌকা নৌকা’ বলে সমাবেশস্থল মুখরিত হয়ে উঠে ।  জনসভায় নৌকার কাণ্ডারী হাবিব বলেন ”আমি সিলেটের এই অবহেলিত অঞ্চল কে নান্দনিকভাবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়ে পাঠিয়েছেন বালাগঞ্জ উপজেলা সহ ফেঞ্চুগন্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় । আপনাদের সেবা করে শহরের আদলেই গ্রাম জনপদের মানুষের জীবনের মানোন্নয়নের জন্যই আমাকে মনোনয়ন দেয়া হয়েছে । তাই আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন ।”

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে ডিএনএ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে এ ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল- নাহিয়ান খান জয় বলেছেন- ”সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বঙ্গবন্ধুর প্রতীক নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। নৌকা বঙ্গবন্ধু প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক। নৌকা হারতে পারেনা। এজন্য ছাত্রলীগ নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দিতে হবে। নৌকার বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবেনা।” এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে দল মতের উর্দ্ধে উঠে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক লেখক ভট্রাচায্য।

আমন্ত্রণিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, সিলেট জেলা পরিষদের সদস্য মোঃ লোকন মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সামসউদ্দিন সামস, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এম এ মতিন, রফিকুল আলম, মোঃ জুনেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, পশ্চিম গৌরিপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, বালাগঞ্জ উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ আলাল মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব খান, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিন, উপ আন্তর্জাতিক সম্পাদক মিহির দাস,সহ সম্পাদক ওয়াসিম আকরাম, সাইফুর রহমান সাইফুর,সাইফুর রহমান রাজন, সদস্য আলী হোসাইন, রাহেল সিরাজসহ কেন্দ্রীয় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন