যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার দক্ষিণ ফিলাডেলফিয়ায় অজ্ঞাত মুখোশধারী ছিনতাইকারীর গুলিতে মোয়াজ্জেম হোসেন সাজু নামে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত ৩ আগস্ট মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯.৩০টার দিকে পেনসিলভানিয়ার দক্ষিণ ফিলাডেলফিয়ায় ছিনতাইকারীর গুলিবিদ্ধ হন। পুলিশ ও প্যারামেডিক টিম তাকে দ্রুত জেফারসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাত ১১:৩০টায় তাকে মৃত ঘোষনা করেন বলে জানিয়েছেন তার চাচাতো ভাই ছরওয়ার হোসেন।
নিহত মোয়াজ্জেম হোসেন সাজু’র বাড়ী সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়দেশ গ্রামে। তার বাবার নাম সামস উদ্দিন। সাজু পরিবারের ১ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট।
সে পেনসিলভেনিয়ার নর্থইস্ট ফিলাডেলফিয়ায় তার পরিবারের সাথে বসবাস করতেন। কয়েক মাস আগে তিনি মাতৃভূমি বেড়িয়ে এসেছেন।
তার চাচাতো ভাই ছরওয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে দক্ষিণ ফিলাডেলফিয়ার রাস্তায় বন্ধুদের সঙ্গে ছিলেন মোয়াজ্জেম হোসেন সাজু। এসময় একজন মুখোশাধারী ছিনতাইকারী তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই পক্ষের মধ্য ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীর গুলিতে মোয়াজ্জেম হোসেন সাজু গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত জেফারসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে, বন্দুকধারী কালো পোষাক ও মুখোশধারী ছিল । তবে এখনও হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নিহত সাজুর জানাজার নামাজ ৫ আগস্ট বৃহস্পতিবার পেনসিলভেনিয়ার নর্থইষ্ট ফিলেডেলফিয়া ইসলামিক সেন্টারে (PHILADELPHIA ISLAMIC CENTER. 1421 Tyson Ave, Philadelphia, PA 19115) যোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে।
পরে তাকে MORGAN CEMETERY NORTHEAST, 1100 Cinnaminson, NJ 08077 দাফন করা হবে।
কমিউনিটির পরিচিত মুখ সামস উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন সাজুর মৃত্যুতে স্থানীয় বাঙালি কমিউনিটি জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
মরহুমের চাচাতো ছরওয়ার হোসেন নিহত ভাইর রুহের মাগফিরাত কামনা করে সকলের দেশ ও প্রবাসের সকলের কাছে দোয়া কামনা করেছেন।