বাংলাদেশ অ্যাসোসিয়েশান ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক সংক্ষিপ্ত সফরে আমেরিকা যাত্রা উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার (৩আগস্ট) বাংলাদেশ অ্যাসোসিয়েশান ইন স্পেনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুরশেদ আলম তাহেরের উদ্যোগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে কমিউনিটি নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত নৈশভোজ ও আনন্দ সভায় এই সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশান ইন স্পেনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুরশেদ আলম তাহেরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই সভা সঞ্চালনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশান ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশান ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, বাংলাদেশ অ্যাসোসিয়েশান ইন স্পেনের সিনিয়র সহ-সভাপতি আলামিন মিয়া, কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারী, মোজাম্মেল হুসেন মনু, মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, আব্দুল কাইয়ুম সেলিম, নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এক্রামুজ্জামান কিরণ, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি স্পেনের সাবেক সভাপতি শাহ আলম স্বাধীন, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান, নরসিংদী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিলন, ব্যাবসায়ী হাজী ইসমাঈল আলী, স্পেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তামিম চৌধুরী, লোকমান হাকিম, বদরুল মিল্লাত, ইয়াছিন সিকদারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক সপরিবারে অবকাশকালীন ছুটিতে আমেরিকা সফরে যাওয়ায় স্পেনে বাংলাদেশি কমিউনিটির সেবা তথা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং গতিশীল রাখার জন্য সিনিয়র সহ-সভাপতি আলামীন মিয়াকে বাংলাদেশ অ্যাসোসিয়েশান ইন স্পেনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়। সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক স্পেনে ফিরে না আসা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।