­
­
বুধবার, ২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «   মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে  » «   এশিয়ার দেশগুলোর ‘যৌথ সমৃদ্ধির পথরেখা’ চাইলেন ইউনূস  » «   বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির আলোচনায় যুক্তরাষ্ট্র  » «  

বিয়ানীবাজার লেবুজাতীয় ফল চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কর্মশালায় অংশ নেন ৬০জন চাষী



লেবু জাতীয় ফল সম্পসারণ বৃদ্ধির আওতায় সিলেট বিয়ানীবাজার উপজেলা কৃষি অফিসের উদ্দ্যোগে একটি কৃষক প্রশিক্ষণ কর্মশালার  আয়োজন করা হয়।

১৭জুন বৃহস্পতিবার  উপজেলা কৃষি প্রশিক্ষণ একাডেমিতে দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষক কর্মশালায়  উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত কৃষক রা অংশ নেন। এতে  প্রশিক্ষক  ছিলেন উপজেলা কৃষি অফিসার মো:আরিফুর রহমান ও উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা মাহমুদ আব্দুল্লাহ আল নোমান।

প্রশিক্ষকদ্বয় বিয়ানীবাজার উপজেলার ছোট বড় টিলা ও উষ্ণ ভূমিতে লেবু জাতীয় ফল উতপাদনের বিরাট সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, এই উপজেলায় বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরনের মাধ্যমে লেবুজাতীয় নানা ফল চাষ করে তাদের অর্থনৈতিক জীবন পাল্টে দেবার প্রচুর সম্ভাবনা রয়েছে। এবং এই প্রশিক্ষণ ছাড়াও কৃষি বিভাগ এদতঅঞ্চলের কৃষকের ভাগ্য উন্নয়নে ধারাবাহিক কাজ করবে।

সকাল নয়টা  থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রশিক্ষণে  উপজেলার বিভিন্ন অঞ্চলের ৬০জন নির্বাচিত কৃষক অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে ৫২বাংলাকে তারা জানান এই প্রশিক্ষণ তাদের লেবু জাতীয় ফল চাষে অনেক উপকারে আসবে। বর্তমান সময়ের বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের অনেক কলা -কৌশল যেমন জমি নির্ধারণ,সার প্রয়োগ, রোগ-বালাই প্রতিরোধ ও ফলন বৃদ্ধি  ইত্যাদি  পদ্ধতি বিষয়ে হাতে কলমে ও তথ্যভিত্তিক প্রশিক্ষণ দেয়া হয়েছে।

পরে প্রশিক্ষিত কৃষকদের মধ্যে  ৫ শতাংশ ভূমিতে চাষযোগ্য ১৫টি চারা প্রদান করা হয়। লেবুজাতীয় বিভিন্ন রকমের ফলের মধ্যে রয়েছে মাল্টা ২৩৫৫টি,জারা লেবু ২৩৫৫টি, বাতাবীলেবু ২৩৫৫টি,কমলার চারা ২৩৫৫৫টি।

এছাড়াও প্রতিটি কৃষককে সার, কীটনাশক ও গাছের ভিটামিন বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১০নং মুড়িয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, লাউতা ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা পুলক, দুবাগ ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসান কবির।

বিয়ানীবাজার লেবুজাতীয় ফল চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন