ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থী ইয়ামিদ আশফাক আলী উদ্দিন সাউথ ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্স এলাকার রেজিস সেকেন্ডারি স্কুল থেকে এবার জিসিএসই পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে। ২০ আগস্ট বৃটেনে জিসিএসই পরীক্ষার ফলাফল ঘোষণা হয়। এতে ইয়ামিদ আশফাক আলী উদ্দিন ম্যাথমেটিকস অপশন, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওগ্রাফি,ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ লিটারেচার, হিস্টরি অপশন, ফ্রেঞ্চ অপশন ৯টি বিষয়ে ডাবল এ ষ্টার পেয়ে পুরো বাংলাদেশি কমিউনিটির মধ্যে একটি সম্মান জনক স্থানে জায়গা করে নিয়েছে।
ইয়ামিদ জানায়, লন্ডনের কিংস ম্যাথ স্কুল থেকে ম্যাথস, এডভান্স ম্যাথস, ফিজিক্স ও কম্পিউটার সাইন্স এই চারটি বিষয় নিয়ে এ-লেভেলে অধ্যয়ন করে অক্সফোর্ড কিংবা কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক।সে ম্যাথস ও ফিজিক্সের উপর পড়াশুনা করে উচ্চতর ডিগ্রী নিয়ে ভবিষ্যতে নিজের ক্যারিয়ার গড়তে চায়।
ইয়ামিদের পৈত্রিক নিবাস সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজার পৌরসভার খাসাড়ী পাড়া গ্রামে। তার পিতা রেস্টুরেন্ট ব্যবসায়ী সুনাম উদ্দিন ও মা সুহেলা উদ্দিন।ছেলের এই প্রত্যাশীত ফলাফলে মা বাবা দারুণ খুশী।
ইয়ামিদের পিতা-মাতা তাদের সন্তানের উজ্জ্বল ভবিষতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।