ফ্রান্সে বর্ণ্যাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির পঞ্চম বর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের ওফিওরা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমাদের ফ্রান্স ব্যুরো চীফ এনায়েত হোসেন সোহেল জানান, ৫২ বাংলা ফ্রান্স ব্যুরো এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে ও বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম চৌধুরী সেলিম, সালেহ আহমেদ চৌধুরী, আবু তাহের, নজরুল ইসলাম চৌধুরী, ফয়সাল উদ্দিন,ওফিওরা নির্বাহি পরিচালক কৌশিক রাব্বানী খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাংলা টিভি প্রবাসীদের টিভি। বাংলা টিভি প্রবাসীদের নিয়ে যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশংসার দাবিদার।
পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।