­
­
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «  

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের মাথিউরা ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ



 

যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সিলেট বিয়ানীবাজারের ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় দুস্থ ও সুবিধাবঞ্চিতদের ধারাবাহিক খাদ্য বিতরণের অংশ হিসাবে মাথিরা ইউনিয়নের প্রায় দু্ইশত পরিবারের হাতে খাদ্য উপহার তুলে দিয়েছে।
৫ মে, মঙ্গলবার বেলা ৩ টায় ইউনিয়ন পরিষদ হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নিডি পরিবারের হাতে খাদ্য উপহার তুলে দেওয়া হয়।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান মো: শিহাব উদ্দিন। তিনি পবিত্র রমজানও করোনা মহামারীর সংকটময় সময়ে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের এই সহায়তার জন্য সংশ্লিষ্টদের ইউনিয়ন বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আতাউর রহমান খান,সাবেক ছাত্রনেতা ছরওয়ার হোসেন,শহীদ পরিবারের সন্তান আলমগীর হোসেন রুনু, সমাজকর্মী কছির আলী আব্দুর রব, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল,নবউদ্দাম মিডিয়া গ্রুপের পরিচালক ওয়াহিদুর রহমান শাকিল।
সকলে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের এই মানবিক উদ্যোগের প্রসংশা করে বলেছেন- করোনাকালীন লকডাইনে কর্মহীন প্রবাসীরা নিজ অঞ্চলের মানুষের সেবায় পাশে দাড়িয়েছেন। যা নি:সন্দেহে সমাজে মানবিক বন্ধনের বার্তা বহন করছে।
এদিকে নিডি মানুষ রমজান মাসে খাদ্য সহায়তা পেয়ে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলেছেন কর্মহীন সময়ে এই খাদ্য সহায়তা তাদের অনেক উপকারে আসবে। আনন্দে ঈদের সময়টুকু কাটাতে পারবেন। যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি উপহার গ্রহনকালে কৃতজ্ঞতা ও দোয়ার কথাও বলেছেন।
খাদ্য বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন্ সাংবাদিক সুয়াইবুর রহমান স্বপন। শুরুতে খাদ্য সহায়তাকারী সংগঠনের সকল সহ দেশে বিদেশের সকল মানুষের কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেন মাওলানা আব্দুল বাছিত সাজু।
আব্দুল করিম নাজিম, ফরহাদ হোসেন টিপু, ইফতেখার আহমদ শিপনের নেতৃত্বাধীন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে মানবিক ও সেবামূলক এই কার্যক্রমে সংগঠনের সকল ট্রাস্ট্রির আন্তরিক সহায়তার জন্য ট্রাস্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন