­
­
বুধবার, ২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «   মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে  » «   এশিয়ার দেশগুলোর ‘যৌথ সমৃদ্ধির পথরেখা’ চাইলেন ইউনূস  » «   বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির আলোচনায় যুক্তরাষ্ট্র  » «  

বিয়ানীবাজারে হরতাল পালন :যুবদল ও ছাত্রদলের ঝটিকা মিছিল



আওয়ামী লীগের মিছিল

সিলেটের বিয়ানীবাজারে হেফাজতের ডাকা হরতাল চলাকালে বিক্ষোভ মিছিলে বিয়ানীবাজার আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বিয়ানীবাজার হেফাজতের দুই কর্মী আহত হয়েছেন।

রোববার(২৮ মার্চ) দুপুর ২টার দিকে বিয়ানীবাজার পৌরশহরের উত্তরবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে। পরে থানা পুলিশ ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে উভয়পক্ষ শান্ত হয়। কিন্তু এই ঘটনায় পৌরশহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আহতরা হলেন, হেফাজত কর্মী কামরুল ইসলাম(৩৪),এবাদ আহমদ (২৮)।জানা গেছে, ১০ নেতাকর্মী নিহতের প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সারাদেশে চলছে। রবিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার থেকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করতে দেখা গেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের। সেখানে কিছু সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সড়ক অবস্থান কর্মসূচি পালন করেছে হেফাজতের নেতাকর্মীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে পৌরশহরের দিকে আসে হেফাজতের নেতাকর্মীরা।এসময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে বাধা দিলে দু’পক্ষের মধ্যে হাতা হাতির ঘটনা ঘটে। কিন্তু এসময় হেফাজত ও ছাত্রলীগের দুই কর্মীর বাকবিতণ্ডার পর হাতাহাতির ঘটনা ঘটে। এতে আহত হন হেফাজত কর্মী কামরুল ইসলাম (৩৪), এবাদ আহমদ (২৮) তারা দুইজন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। পরে বিয়ানীবাজার শহরে একটি প্রতিবাদ মিছিল করে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে দেখা গেছে।সরেজমিনে ঘুরে দেখা দেখে, হরতালকে ঘিরে বিয়ানীবাজারে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পৌর এলাকার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ।

সারাদেশে হেফাজতের ডাকা হরতালের প্রভাব বিয়ানীবাজারে কিছুটা কম রয়েছে। রাস্তায় যানবাহন অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম হলেও অন্য সবকিছুই স্বাভাবিক। পৌরশহরের উত্তরবাজার স্ট্যান্ড থেকে অল্প সংখ্যক দূরপাল্লার বাস ছেড়ে গেছে। সকাল থেকে বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল করলেও তা সংখ্যায় ছিল সীমিত। দোকানপাট-মার্কেট ও বিপণিবিতান খোলা রয়েছে। তবে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোথাও হেফাজতের নেতাকর্মীদের অবস্থান দেখা না গেলেও দুপুর ২টার দিকে হরতালকে সমর্থন জানিয়ে বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোডে ঝটিকা মিছিল করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।বিয়ানীবাজার থানার (ওসি) হিল্লোল রায় জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মাঠে রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন