সিলেট বিভাগের (রেঞ্জ) শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে গোলাপগঞ্জ মডেল থানা, সিলেট এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত ডিআইজি, সিলেট রেঞ্জ কর্তৃক সিলেট রেঞ্জের সকল জেলায় একযোগে বিশেষ অভিযান পরিচালনার ঘোষনা করেন।
মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার সহ সর্বমোট ১৬ টি ক্যাটারিগরিতে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। ডিআইজি, সিলেট রেঞ্জের ঘোষিত বিশেষ অভিযানে মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার সহ সর্বমোট ১৬ টি ক্যাটারিগরিতে বিশেষ অবদান রাখায় ডিআইজি, সিলেট রেঞ্জের উচ্চ পর্যায়ের মূল্যায়ন কমিটি বিশেষ অভিযানের ঘোষিত ১৬ টি ক্যাটাগরিতেই বিভাগের(রেঞ্জের) চারটি জেলার ৪২ টি থানার মধ্যে থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীকে নির্বাচিত করেন।
২৩ মার্চ রেঞ্জ ডিআইজি, সিলেট এর সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি, সিলেট মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর হাতে সিলেট বিভাগের(রেঞ্জ) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো: গিয়াস উদ্দিন আহমদ, পিপিএম(সেবা), আরআরএফ কমান্ড্যান্ট(পুলিশ সুপার) মাহমুদুর রহমান, পিপিএম, পুলিশ সুপার (সুনামগঞ্জ জেলা) মো: মিজানুর রহমান, পুলিশ সুপার(এডমিন এন্ড ফিন্যান্স, রেঞ্জ ডিআইজির’র কার্যালয়) নুরুল ইসলাম, পুলিশ সুপার(মৌলভীবাজার) মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার(সিলেট) মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম, পুলিশ সুপার(হবিগঞ্জ) মোহাম্মদ উল্ল্যা, বিপিএম-সেবা, পিপিএম-সেবা, পুলিশ সুপার(অপারেশন্স এন্ড ট্রাফিক, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়) মোহাম্মদ শাহিনুর আলম খান, পুলিশ সুপার(মিডিয়া এন্ড ক্রাইম, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়) জেদান আল মুসা, সহ সিলেট রেঞ্জের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ।
এদিকে রেঞ্জ ডিআইজি সিলেটের মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম ভাল কাজের স্বীকৃতি স্বরুপ গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জকে সিলেট বিভাগের (রেঞ্জ) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করায় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন তাঁর এই সাফল্যে গোলাপগঞ্জ মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সমন্বিত এবং ঐকান্তি প্রচেষ্টার ফল। এছাড়াও তিনি বিশেষ অভিযান পরিচালনাকালে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করায় গোলাপগঞ্জ মডেল থানা এলাকার সকল জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।