বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড: মোঃ নজরুল ইসলাম বুধবার (৯ মার্চ) বাহরাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান সামির নাস এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। জনাব সামির- নাস এবং বাংলাদেশের রাষ্ট্রদূত ড: মো: নজরুল ইসলাম বাহরাইন এবং বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের অপার সুযোগ এবং সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে এক আলোচনা করেন।
এ সময় দুই দেশের আর্থিক ও অর্থনৈতিক বিষয়ে কমিটির সভাপতি আর এশিয় সাংসদীয় পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আহমেদ সাবা সালমান -আল সাল্লুম,বাহারাইন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি [BCCI] এর ফাস্ট চেয়ারম্যান, জনাব খালিদ আহম্মদ নাজিবি,এবং উপ প্রধান কর্মকর্তা ড,আব্দুল্লাহ আল -সাদা,এবং আন্তর্জাতিক রিলেশন অথরিটির প্রধান,মিস, ওয়াফা এ আজিজ আলি বৈঠকে উপস্থিত ছিলেন।