বাগেরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলর গণের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন প্রথমে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানকে, পরে ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরকে এ শপথ বাক্য পাঠ করান।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌরসভার নির্বাচিত মেয়র খান হাবিবুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মোসা. আসমা আক্তার, তানিয়া খাতুন, কোহিনূর বেগম, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর শামীম আহসান, মনিরুজ্জামান, খান আবু বক্কর, কাজী তৌহিদুর রহমান জনি, আবুল হাশেম শিপন, তালুকদার আব্দুল বাকি, শাহ নেওয়াজ মোল্লা দোলন, রেজাউর রহমান মন্টু, ফারুক তালুকদার শপথ গ্রহণে অংশগ্রহন করেন।