সারা দেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়েও বেঁড়েছে মশার উপদ্রব। বাসা বাড়ী, অফিস প্রাঙ্গন ও জলমগ্ন ডোবাগুলো হয়ে উঠেছে রক্তচোষা মশাদের অভয়াশ্রম।
এতে অসহনশীল দূর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। অপরদিকে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় বেঁড়েছে মশারী, কয়েল এবং স্প্রে বেচাকেনার হিড়িক।তবে এবছর এখনো উপজেলা প্রশাসনকে মশা নিধনের লক্ষে কোন প্রকার পদক্ষেপ গ্রহন করতে দেখা যায়নি।
এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায়, বৃষ্টি না হওয়ার ফলে এবছর অন্যান্য বছরের তুলনায় মশার আগ্রাসন বেড়েছে অনেক বেশী। ইতিপূর্বে এতো মশা উপজেলার কোথাও দেখা যায়নি। বাসাবাড়ী,অফিস আদালত,এবং ছোট ছোট ময়লার ডোবায় মশার আবাদ হচ্ছে বলেও জানান তারা।
তাই মশা নিধন করতে উপজেলার সর্বত্র সরকারীভাবে স্প্রে মারার জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী।