নেত্রকোণার কলমাকান্দায় জিসি- মধ্যনগর ভায়া রঘুরামপুর আরসিসি (কলমাকান্দা অংশ) উন্নয়ন কাজ এবং রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) আওতায় এ দুটি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি নেত্রকোণা- ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী তালুকদার ও ইসলাম উদ্দিন , সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহম্মেদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান সেলিম ও সাধারন সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন ও উপজেলা যুবলীগ নেতা জাকির হেসেন প্রমুখ।
কলমাকান্দা উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন ৫২ বাংলাটিভি কে জানান, প্রায় তিন কোটি ৭২ লাখ টাকার ব্যয়ে কলমাকান্দা জিসি-মধ্যনগর জিসি ভায়া রঘুরামপুর আরসিসি সড়কের নির্মাণ কাজ ও রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভবন নির্মাণ করা হবে।