­
­
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «   গাজায় ইসরায়েলি আগ্রাসন : প্রতিবাদে সামিল বাংলাদেশ  » «   যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ: বাংলাদেশের জন্য সুযোগও সৃষ্টি হতে পারে  » «   ১০০ ডলারের টি-শার্টের শুল্ক ৪৯ ডলার!  » «   বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদির  » «   ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «  

হবিগঞ্জের বানিয়াচংয়ে হিন্দু নারীকে সমাজচ্যুত করে রেখেছেন গ্রাম্য মাতব্বর



হবিগঞ্জের বানিয়াচংয়ে করফুল সরকার(৪৭)নামে এক অসহায় হিন্দু নারীকে বছরের পর বছর একঘরে ঘোষনা দিয়ে সমাজচ্যুত করে রাখার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বিদ্যাভূষণ পাড়া গ্রামে।

বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, কয়েক বছর আগে হিন্দু বর্মা নন্দন সরকারের মেয়ে করফুল সরকার পার্শ্ববর্তী এলাকার মুসলমান ধর্মের ছেলে চানপাড়া গ্রামের রবি উল্লার পুত্র কাজল মিয়ার সাথে হিন্দু ধর্ম ত্যাগ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

সেখানে আড়াই বছর সংসার করার পর উভয়ের মধ্যে সাংসারিক সমস্যা দেখা দিলে করফুল সরকার আদালতের মাধ্যমে মুসলমান স্বামীকে তালাক দেন।

পরে এফিডেভিড এর মাধ্যমে নিজ ধর্ম হিন্দুতে ফিরে এসে পুনরায় বাবার বাড়ী বিদ্যাভূষণ পাড়াতে বসবাস শুরু করে মর্যাদার সাথে হিন্দু ধর্ম পালন করে যাচ্ছেন।

কিন্তু বিষয়টিতে বাঁধ সাধে দৈত্য সরকারের পুত্র বিদ্যাভূষণ পাড়ার গ্রাম্য মাতব্বর নকুল সরকারের।

তাইতো তিনি এলাকার সকল হিন্দু নারী পুরুষদের ওই নারীর সঙ্গে কোন প্রকার সম্পর্ক এবং কথাবার্তা না বলতে নির্দেশ প্রদান করেন।

শুধু তাই নয় কেউ তাঁর আদেশ অমান্য করলে তাকেও একঘরে করে সমাজচ্যুত করার হুমকি দেন তিনি।

ভোক্তভোগি করফুল সরকার সাংবাদিকদের জানান-‘বিদ্যাভূষণ পাড়ার মাতব্বর নকুল সরকার এলাকাবাসীকে ভূল বুঝিয়ে আমাকে একঘরে ঘোষণা করে বছরের পর বছর সমাজচ্যুত করে রেখেছেন।’

এলাকার লোকদের তিনি তাঁর সাথে কথা বলতে বারণ করেছেন।

তাই কেউ তাঁর সাথে মাতব্বরের ভয়ে কথা বলেনা। যারা কথা বলবে তাদেরকে একঘরে করে রাখার হুমকি দিচ্ছে ওই মাতব্বর।

তার দাবী এলাকা থেকে তাকে বিতাড়িত করতে খড়ের গাদায় আগুন দেয়াসহ একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে মাতব্বর নকুল সরকার।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন