গোলাপগঞ্জ (সিলেট) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সভাকক্ষে মহান মাতৃভাসা দিবস ২১ শে ফেব্রুয়ারী ও ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আহমদ চৌধূরী।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, নব নির্বাচিত গেলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, নাজিরা বেগম শীলা, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার শফিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিসর চৌধূরী, পোলাপগঞ্জ পল্লি বিদ্যুতের ডিজিএম মামুনুর রশীদ, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এমএ মুহিত হীরা, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, ঢাকাদক্ষিন ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, যুব উন্নয়ন অফিসার আব্দুল আহাদ, সমাজ সেবা অফিসার নুরুল হক, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইউনুছ চৌধূরী, সাবেক সভাপতি অজামীল চন্দ্র নাথ, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধূরী, সৈয়দ জেলওয়ার হোসেন সপন, গোলাপগঞ্জ মডেল থানার এসআই আশীস, সাংবাদিক সুলতান আবু নাসের, ছাকিব আল মামুন, জয় রায় হীমেল মাহমুদুল হাসান বাচ্ছু, ফারহান মাসুদ আফসর, জাকারীয়া আবুল প্রমুখ।