শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। দেশে বয়ে যাওয়া চলমান শৈত্য প্রবাহের কনকনে ঠান্ডায় রাতে অন্তত আরামে ঘুমের ব্যাবস্থা হওয়ায় কম্বল নিতে আসা নারী-পুরুষের চোখে ছিল আনন্দের ঝিলিক। কম্বল নিতে আসা লোকজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। বুধবার (২০জানুয়ারী) বিকাল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ মাঠে প্রধানমন্ত্রী’র উপহারের কম্বল বিতরন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া,বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এজেডএম উজ্জ্বল। উল্লেখ্য যে, চলতি বছরে শীতের শুরু থেকেই বানিয়াচং উপজেলাবাসীর মধ্যে নিয়মিত কম্বল বিতরন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও থানা ইনচার্জ মোঃ এমরান হোসেন।