খৃষ্টধর্ম অনুসারীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ক্রিসমাস বা বড়দিন।প্রতি বছর দেশে দেশে খৃষ্টান ধর্মের লোকেরা জাঁকজমকভাবে পালন করে থাকে তাদের এই ধর্মীয় উৎসব। এরই ধারাবাহিকতায় বড়দিনের উৎসব উদযাপন করার লক্ষ্যে দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ স্পেনেও বর্ণিল সাজে সাজানো হয়েছে শহরের প্রত্যেকটি অলিগলি, আলোকিত করা হয়েছে লাল নীল বাতিতে।স্পেন প্রতিনিধি সাইফুল আমিন এর তথ্যচিত্রে রিপোর্ট। কণ্ঠ: আরিফুল ইসলাম।