কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারী উপজেলার বীর মুক্তিযোদ্ধারা প্রতিবাদ সমাবেশ করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন চিতলমারী উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ বেল্লাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুন্সী গাউসুল হক প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, চিতলমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রদীপ মন্ডল, সাবেক সভাপতি এস এস সাগর, সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহামন বাবু প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে বীর মুক্তিযোদ্ধারা সম্মিলিতভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান অক্ষুন্ন রাখার প্রত্যয়ে শপথ গ্রহণ করেন।