­
­
বুধবার, ২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «   মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে  » «   এশিয়ার দেশগুলোর ‘যৌথ সমৃদ্ধির পথরেখা’ চাইলেন ইউনূস  » «   বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির আলোচনায় যুক্তরাষ্ট্র  » «  

লেবাননে দীর্ঘ দুই সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চলে গেলেন পলাশ



অবশেষে দীর্ঘ দু সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরা দেশে চলে গেলেন মো পলাশ নামে সেই রেমিট্যান্স যোদ্ধা। অতিরিক্ত রক্তক্ষরনে কারনে তার মৃত্যু হয়েছে। পলাশের প্রসাবের রাস্তা দিয়ে রক্তক্ষরন হত বলে জানাযায়।

চোখে রঙিন স্বপ্ন আর পরিবারের সচ্ছলতার আনার আশা নিয়ে লেবাননে আসেন মো পলাশ। তার সে স্বপ্ন আজ স্বপ্নই রয়ে গেল। গত দুই সপ্তাহ জুড়ে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে বাঁচার আকুতি করেছিলেন পলাশ নামে সেই রেমিট্যান্স যোদ্ধা। তবে একটু সহযোগিতা আর সুচিকিৎসার পেলে হয়তো ফিরে পেত তার সেই স্বপ্ন।

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরুল ইসলামের প্রচেষ্টায় আর লেবাননে একটি এনজিওর সংস্থার সার্বিক সহযোগিতায় রফিক হারেরি হাসপাতালে দীর্ঘ দু’সপ্তাহ যাবত চিকিৎসাধীন অবস্থায় ছিলেন লেবাননে রফিক হারেরি হাসপাতালে। অবশেষে শনিবার সকাল সাড়ে দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। নিহতের মরদেহ বর্তমানে ঐ হাসপাতালের হিমঘরে রাখা আছে।
নিহত পলাশ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের মোক্তার হোসেনের ছেলে।গত ৬বছর আগে পরিবারের সচ্ছলতা আনতে রোড ক্লিনারের ভিসায় লেবানন আসেন।তিন বছর বৈধভাবে কাজ করলেও পরবর্তীতে অবৈধ হয়ে পড়েন।

এদিকে তার মৃত্যুর সংবাদ দেশের বাড়িতে জানাজানি হলে শোকের ছায়া নেমে আসে পরিবার পরিজনদের মাঝে।নিহত’র মরদেহটি দ্রুত দেশে প্রেরণ করা জন্য লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানান তাররিজনরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন