” কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি ” এ প্রতিপাদ্য আলোকে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে কলমাকান্দায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় কলমাকান্দা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে নারী নেত্রী সন্ধ্যা রানী সাহা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন-সাধারণ সম্পাদক চন্দনা রানী তাং, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক চায়না রায়,অর্থ সম্পাদক মালেখা খাতুন, আন্দোলন সম্পাদক রাখী খানম, সহ-সভাপতি রেখা আক্তার ও নারী নেত্রী রীনা হায়াৎসহ সাংবাদিকবৃন্দ ।