বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিপুল সংখ্যক নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।
রাত ১০টার দিকে ভোটগণনা শেষে বিএনপি মনোনীত প্রার্থী এমাদ উদ্দিন খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার গোলাম সারওয়ার।
এমাদ উদ্দিন খান ধানের শীষ প্রতীক নিয়ে তিন হাজার ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জবেদুর রহমান পেয়েছেন দুই হাজার ৭৮১ ভোট।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সামছু মিয়া লয়লুছ ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৭৪১ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৫০৬ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবদুল মন্নান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১২২ ভোট।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট প্রদানের ক্ষেত্রে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নতুন ভোটারদের পাশাপাশি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রগুলোতে আসেন প্রবীণরাও।
নির্বাচনে ভোটগ্রহণ কাজে নিয়োজিত ছিলেন ১০ জন প্রিজাইডিং অফিসার, ৪৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮৫ জন পোলিং অফিসার।