মৌলভীবাজারের উপজেলা প্রশাসন বড়লেখার আয়োজনে ৭ই জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় হতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ বড়লেখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নন এমপিও শিক্ষক কর্মচারীদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ বড়লেখার চেয়ারম্যান সোয়েব আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার উদ্দিন,বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বড়লেখা উপজেলায় বিভিন্ন স্কুল কলেজের ১২২ জন শিক্ষক কর্মচারীদের মধ্যে ৫,৬০,০০০ টাকার চেক বিতরণ করা হয়।