দেশটিতে নতুন করে ব্যাপকহারে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর কারণে ২৮ অক্টোবর বুধবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
এবারের লকডাউন ৩০ অক্টোবর-শুক্রবার থেকে শুরু হয়ে চলবে-১লা ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা ৫ হাজারের নিচে নামলে লকডাউন শিথিল করা হবে বলে উল্লেখ করেন তিনি।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন বলেন, প্রতিদিন যে হারে দেশের মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে তাতে প্রথম বারের চেয়ে পরিস্থিতি আরও মারাত্মক হবে। সেকারণে সব অঞ্চলের মানুষকে সর্বোচ্চ সতর্কতায় থাকার আহবান জানান তিনি।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয় লকডাউনের আওতামুক্ত থাকবে। গ্রোসারী, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ও ফার্মেসি খোলা থাকবে।
শুধুমাত্র টেকওয়ের জন্য খোলা থাকবে রেস্টুরেন্ট। এছাড়া জরুরী কাজে এ্যাটেস্টেশন সঙ্গে নিয়ে বের হওয়া যাবে বলে ভাষণে উল্লেখ করেন তিনি।