মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «    অদ্ভুত দেশপ্রেম ও খাঁটি ব্যক্তিগত স্বার্থ  » «   বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ব্রিটেনে হসপিটালিটি সেক্টরের ভিএটি হ্রাস : বিসিএ’র অভিনন্দন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ব্রিটেনের হসপিটালিটি সেক্টরের জন্যে এবারের গ্রীস্মকালীন বাজেটে ভ্যাট ২০% থেকে কমিয়ে ৫% করার ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর ঋষি সোনাক।

অর্থনীতিকে পুনরুজ্জীবিত  করার পরিকল্পনার অংশ হিসাবে সরকার  রেস্টুরেন্টগুলোর জন্য প্রবর্তিত  ‘ইট আউট টু হেল্প আউট‘ ডিসকাউন্ট  স্কীম চালু করেছে। একই সাথে ফার্লোস স্কীম গ্রহনকারী ব্যাবসা প্রতিষ্ঠানে যদি কোন স্টাফ কাজে যোগদান করে তাহলে  প্রতিটি স্টাফ এর জন্য  একহাজার পাউন্ড করে বোনাস প্রদান করবে।

চ্যান্সেলরের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে কারী শিল্পের প্রাচীনতম  সংগঠন বিসিএ। এক বিবৃতিতে বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম, সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী এবং চীফ ট্রেজারার সাঈদুর রহমান বিপুল চ্যান্সেলার ঋষি সোনাক ও প্রধানমন্ত্রী বরিস জনসন কে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের এই সিদ্ধান্তে আবারো ঘুরে দাঁড়াবে  বর্তমান সময়ে চরম সংকটে  পড়া কারী শিল্প।

ব্রিটেনে কারী শিল্পের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ  ২০১৩ সালে সরকার ভ্যাট ২০% উন্নীত করার পর থেকে এর বিরুদ্ধে ক্যাম্পেইন করে আসছে।

 

বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকে গত মে মাসে , করোনা পেনডামিক  সময়ে ব্রিটেনের কারী  শিল্পকে বাচিয়ে রাখতে চ্যান্সেলর ঋষি সোনাক এমপিকে  ভ্যাট ২০%  থেকে ৫%  করার দাবী জানিয়ে  স্বারকলিপি প্রদান করে।

এছাড়াও কারী সংগঠন বিসিএ সরকারের  সংশ্লিষ্ট  বিভাগগুলোতেও  করোনা মহামারী সময়ে কারী ইন্ড্রাষ্ট্রির সমস্যা  এবং এই জাতীয় দুর্যোগ থেকে  সমন্ধিত কাজের মাধ্যমে উত্তোরণের বিষয়ে লবিং করে আসছে । বিসিএ মনে করে সরকারের সাথে ধারাবাহিক লবিংয়ে  হসপিটালিটি সেক্টরকে  ভ্যাট  হ্রাস বিষয়ে সময় উপযোগি সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে।

বিসিএ  আশা প্রকাশ করেছে, চ্যান্সেলর ঘোষিত ৫% ভ্যাট হ্রাস ৬মাস সময় থেকে বাড়িয়ে আরও দীর্ঘ সময় করার দাবীটি বিশেষ বিবেচনা করা হবে। কারণ অসংখ্য ছোট  ব্যাবসা প্রতিষ্ঠান আছে যারা এই স্বপ্ল সময়ে তাদের ঘুরে দাড়ানো  প্রায় অসম্ভব ।

ব্রিটেনের বাণিজ্যিক খাতে কারী ইন্ড্রাষ্টির অবস্থান ষষ্ঠ। এবং জাতীয় অর্থনীতিতে বাৎসরিক ৪.২ বিলিয়ন এর বেশী রাজস্ব আয়ের অবদান রাখছে। প্রায় ১২হাজার রেষ্টুরেন্ট ও টেকওয়ের প্রতিনিধিত্বকারী সংগঠন বিসিএ মনে করছে  বর্তমান করোনা পরিস্থিতিতে কারী ইন্ড্রাষ্টিতে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব পড়বে।

বিসিএ‘র প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- হসপিটালিটি সেক্টরে ভ্যাট ৫% করার দাবীকে সমর্থন করে সংগঠনের পাশে থাকার জন্য তাদের  সাপোর্টার, স্টেকহোল্ডার, এমপি এবং লর্ডসদের ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে  সিবিআই প্রেসিডেন্ট লর্ড কারোন বিলোমরিয়া, মিনিস্টার ফর স্মল বিজনেস,কনজ্যুমারস এন্ড লেবার মার্কেটস বিষয়ক  পার্লামেন্টারী বোর্ডের সেক্রেটারী  পল স্ক্যালি এমপি এবং ওয়ার্ক অ্যান্ড পেনশন অ্যান্ড এমপ্লয়মেন্ট এর শ্যাডো মিনিস্টার  সীমা মালহোত্রা এমপি কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।

এছাড়াও  সংগঠনের  সাবেক প্রেসিডেন্ট  পাশা খন্দকার এমবিই ও কামাল ইয়াকুব  এই কাজে তাদের শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য বিসিএ‘র পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

বিসিএ সভাপতি এম এ মুনিম বলেছেন, সরকার ঘোষিত ৫% ভ্যাট  ধার্যকে  আমাদের ধারাবাহিক লবিং এর বিজয় হিসাবেই আমরা দেখছি। এর ফলে  শুধুমাত্র  রেষ্টুরেন্ট ব্যাবসায়ীরা  উপকৃত হবেন না। ব্রিটেনের গোটা হসপিটালিটি সেক্টর এবং ছোট ব্যাবসায়িরাও উপকৃত হবেন।

বিসিএর সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী বলেছেন,ভ্যাট এর হার কমানোতে ব্যাবসায়ীরা সরাসরি উপকৃত হবেন। এবং করোনা সংকট সময়ে নতুন করে আমাদেরকে ব্যাবসায় মনোনিবেশ করতে মানষিক ও অথনৈতিকভাবে উৎসাহিত করবে।

বিসিএ‘র প্রধান চীফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল বলেছেন,চ্যান্সেলার ঋষি সোনাক  আমাদের দাবীগুলো শুনেছেন। আমরা যা চেয়েছিলাম তা বাস্তবতার নিরিখেই উপস্থাপন করা হয়েছিল। জার্মানি ইতিমধ্যে তাদের হসপিটালিটি সেক্টরের ভ্যাট একইভাবে কমিয়েছে। চ্যান্সেলরের  এই যুগান্তকারী পদক্ষেপ  কারী ইন্ড্রাষ্টিতে কিছুটা হলেও স্বস্থি আনবে বলে আমরা মনে করছি।

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন