গত ১৯শে সেপ্টেম্বর বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে কেন্টের কেমনেল পার্ক কবরস্থানে দাফন করা হয় ।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডালউইচ ইসলামিক সেন্টারের চ্যেয়ারম্যন ডা: দোহা ,সেক্রেটারী জামাল আহমদ ,চ্যানেল এস টেলিভিশনের সাউথ ইস্ট লন্ডন প্রতিনিধি ফয়সল আহমদ ( রুহেল ) ও কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস সহ অনেক ।
উল্লেখ্য হাজী মো. ফিরোজ মিয়া এক যুগের ও বেশি সময় ডালউইচ ইসলামিক সেন্টারের কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সেন্টারের উন্নয়নে ভূমিকা রাখেন ।