­
­
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «  

আড়ম্বরপূর্ণ আয়োজনে প্রেরণা যুবচক্রের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত



মুক্তবুদ্ধি চর্চা ও মননশীলতার বিকাশে সিলেটের বিয়ানীবাজার উপজেলায়  গঠিত হয় প্রেরণা যুবচক্র। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি তৃণমূলে নানা প্রেরণাদায়ী  সৃজনশীল ও মানবিক কাজের মাধ্যমে সকল শ্রেণীর মানুষের কাছে আস্থা অর্জন করেছে।  ইতিমধ্যে প্রেরণা যুবচক্র পার করেছে তাদের প্রতিষ্ঠার তিন বছর।

১৯ সেপ্টেম্বর  শনিবার বিয়ানীবাজারের একটি  অভিজাত রেস্টুরেন্টের  হলরুমে  প্রেরণা আয়োজন করে তাদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর  একটি  আড়ম্বরপূর্ণ  অনুষ্ঠান।

 যুবচক্রের  সভাপতি ফয়জুল আলম সিমালের সভাপতিত্বে ও প্রেরণার সাধারণ সম্পাদক মাওলানা শুয়াইব আহমদের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র  আব্দুস শুকুর।

বিশেষ অতিথি ছিলেন , প্রেরণা যুবচক্রের উপদেষ্টা ও পৌর কাউন্সিলর নাজিম উদ্দিন, স্পোর্টস ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান আবিদুর রহমান শিমু, মুসলিম শিশুশিক্ষা ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা কামাল হুসেন আল-মাথহুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র আব্দুস শুকুর বলেন, প্রেরণা যুবচক্র বিশেষ করে তরুণদের মননশীল কাজে সম্পৃক্ত করতে নানা ধরণের অনুপ্রেরণামূলক কাজ করে আসছে।  বিনির্মাণে তরুণদের ভুমিকা অপরিসীম এবং তাদেরকে ভালোকাজে সম্পৃক্ত করা এবং সহযোগিতার কাজটি ধারাবাহিকভাবে করছে প্রেরণা। যা নি:সন্দেহে প্রসংশনীয়।  প্রেরণার সাথে  জড়িতরাও  অনেক প্রতিশ্রুতিশীল ও আত্নপ্রত্যয়ী।   আমার বিশ্বাস  প্রেরণা নিকট  আগামীতে আরও অনুকরণীয় কাজের মাধ্যমে মানুষের কল্যাণ বয়ে আনবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক সম্ভাবনার সম্পাদক মাসুম আহমদ,  আশরাফুল ইসলাম,সংগঠনের সহ-সভাপতি রাজু আহমদ, সিলেট আলো পোর্টালের সিনিয়র রিপোর্টার ছারওয়ার ফৈয়াজীসহ প্রেরণা যুবচক্রের সদস্যবৃন্দ।

বক্তারা প্রেরণা যুবচক্রের নানাবিদ  শিক্ষাবান্ধব , মানবিক, অনুপ্রেরণাদায়ী,  সামাজিক সচেতনতা ও উন্নয়নমূলক কর্মকান্ডের  প্রসংসা করে বলেন, সমাজে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক কাজের পরিধি  যত বেশী বিস্তৃত হবে সমাজ তো উপকৃত হবে। প্রেরণা যুবচক্রের কাজগুলো সমাজে আলোকিত বার্তা  ছড়িয়ে দিচ্ছে । যা অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে।

বক্তারা প্রেরণার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী হাজী ফখরুল ইসলাম ও এস এ সালাম গ্রুপ এন্ড ট্রাস্ট এর পৃষ্টপোষকতার  জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এবং যুবচক্রের  সকল কর্মকর্তাদের  ও অভিনন্দন জানান ।

আশরাফুল হক এর পবিত্র কোরআন  তেলাওয়াত  ও সাব্বির শাহজাদার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়। প্রাণবন্ত অনুষ্ঠানটি অতিথিদের  নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রসঙ্গত, মুক্তবুদ্ধি চর্চা ও মননশীলতার বিকাশে  ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর বিয়ানীবাজারে আত্মপ্রকাশ করে প্রেরণা যুবচক্র।  প্রতিষ্ঠার পর থেকে প্রেরণা যুবচক্র  শিক্ষা, সাহিত্য সংস্কৃতি, মানবিক , সামাজিক উন্নয়ন  এবং অনুপ্রেরণাদায়ী কাজ  যেমন  শিক্ষা উপকরণ বিতরণ, কবিতা আবৃত্তি ও কেরাত প্রতিযোগিতা,  রমজান মাসে দুস্থদের খাবার , ঈদ সামগ্রী ও শীত বস্ত্র  বিতরণ,  অসহায় মানুষের পাশে দাঁড়ানো, প্রবাসী সংবর্ধনা  ও আনন্দ সফরসহ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে  আলোকিত সমাজ   বিনির্মাণে ধারাবাহিকভাবে  কাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন