সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়ন পরিষদের উপনির্বাচন আগামী ২০ অক্টোবর। লক্ষিপাশা ইউনিয়নের চেয়ারম্যান শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন।
সোমবার(১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এমন নির্দেশনা জারি করা হয়।নির্দেশনাতে উল্লেখ করা হয়েছে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ২০ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা,২০১০ এর বিধি ১০ অনুসারে নির্বাচন কমিশন লক্ষিপাশা ইউনিয়নের চেয়ারম্যান শূন্য পদে নির্বাচনের তারিখ নির্ধারন করেছেন। এছাড়া মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৩সেপ্টেম্বর, মনোয়ন পত্র যাচাই ২৬সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মুসনের মৃত্যুতে পদটি শূণ্য হয়।