নব্বই ও আশি দশকের সাবেক ছাত্র নেতাদের উদ্যাগে জাতীয় শোক দিবস ২০২০ পালন উপলক্ষে ১ আগস্ট মঙ্গলবার লন্ডন সময় বিকাল ৫ টা এবং বাংলাদেশ সময় রাত ১০ টায় জুম মিটিং এর মাধ্যমে এক ভারচ্যুয়াল আলোচনা সভার আয়োজন করা হয় । এতে সভাপতিত্ব করেন নব্বই দশকের সাবেক ছাত্রনেতা এম সি বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক সাধারণ সম্পাদক মকসুদ রহমান ।
অনুষ্ঠান পরিচালনা করেন দীপঙ্কর তালুকদার । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর কবির নানক । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সফিউল আলম নাদেল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ , সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক সহসভাপতি এম.এ রহিম ও যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ।
বক্তব্য রাখেন সাবেক ছাএনেতা, শাহিন আজমল,জাহাঙ্গীর চৌধুরী রতন, আহবাব হোসেন,বিকাশ দে পান্না, হাবিবুর রহমান হাবিব,তৌহিদ ফিতরাত হোসেন,সৈয়দ তাহমীম, সামছুল হক বেলাল,রঞ্জিত সরকার, আলী আসগর জহির,শেখ জাফর,দীপু শেখ,আলগীর হোসেন,মাহবুব মুহিত সহ আরো অনেক।
যুক্তরাজ্য,ইঊরোপ, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র , কানাডা থেকে অনেক সাবেক ছাএনেতারা অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু হত্যাকান্ড নিয়ে একটি প্রমাণ্য চিত্র প্রদর্শিত হয় । প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন , দেশী -বিদেশী আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে । এই ষড়যন্ত্র এখনো চলমান । তিনি দেশে বিদেশে ছড়িয়ে থাকা ছাত্র নেতৃবৃন্দকে দলের কার্য্ক্রমে শরীক করার আহ্বান জানান ।
প্রধান বক্তার বক্তব্যে শফিউল আলম নাদেল যুক্তরাজ্য , যুক্তরাজ্যে বসে বিএনপি জামাত চক্র সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে তাঁর দাঁত ভাঙ্গা জবাব দিতে ছাত্রলীগের সাবেক নেতা কর্মীদের অতীতের মতো বর্তমানেও ভূমিকা নিতে আহব্বান জানান ।