­
­
শুক্রবার, ২ মে ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশে ফিরছেন জোবাইদা রহমান : ৪ ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি  » «   ভারত-পাকিস্তান : প্রকাশ্যে যুদ্ধংদেহি, আড়ালে বিশাল বাণিজ্য  » «   বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট, কোম্পানি বলছে ‘সাময়িক’  » «   পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞায় কী প্রভাব পড়বে বাংলাদেশ–ভারতে  » «   কাশ্মীর হামলা: কেমন হতে পারে ভারতের জবাব, ইতিহাস কী বলে?  » «   মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?  » «   বিএনপি না জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?  » «   সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «  

করোনাকালেও টেসকোতে ১৬ হাজার কর্মী নিয়োগ: খোলছে নতুন স্টোর



মহামারিতেও ফুলে ফেঁপে উঠেছে ব্যবসা। রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে মুনাফায়। ক্রেতা বেড়েছে অনলাইনে। তাই করোনাকালে ব্যয় সংকোচনের লক্ষ্যে বেশিরভাগ কোম্পানি যখন কর্মী ছাঁটাই করছে তখন যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের তৃতীয় বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান টেসকো ১৬ হাজার স্থায়ী কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে।

কোম্পানিটির পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, ‘কোম্পানিতে নতুন করে আরও কিছু পদ তৈরি হয়েছে। এসব পদ তাদের দ্বারা পূর্ণ করা হবে যারা কোভিড-১৯ মহামারি প্রাদুর্ভাবের শুরুতে অস্থায়ীভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন। কেননা তারা আমাদের ব্যবসায়ের সঙ্গে কর্মী হিসেবে স্থায়ীভাবে থেকে যেতে চাইছেন।‘

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী টেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে যে ১৬ হাজার পদ তৈরি হয়েছে এর মধ্যে ১০ হাজার হচ্ছে বাছাইকারী; যারা ক্রেতাদের অর্ডার একত্র করবেন এবং তিন হাজার চালক যারা এসব গ্রাহককে তাদের কাঙ্ক্ষিত পণ্য পৌছে দেবেন। এ ছাড়া বিভিন্ন স্টোরের জন্য বাকি কর্মী নেয়া হবে।

এমন এক সময়ে শপিংমলের খুচরা বিক্রেতা, রেস্তারাঁ এবং বিমান পরিবহন সংস্থাগুলোর মতো বড় কোম্পানি যখন হাজার হাজার কর্মী ছাঁটাই করছে, তখন ব্রিটিশ খুচরা বিক্রেতা কোম্পানিটি নতুন করে কর্মী নিয়োগ দিচ্ছে। করোনায় ঘরবন্দি মানুষকে ঘরে পণ্য পৌঁছে দেওয়ার চাহিদা বৃদ্ধিকেই এর কারণ বলছে রয়টার্স।

এর আগে সুপারমার্কেট চেইন আলডি এবং লিডল গত মাসে ঘোষণা দিয়েছে যে চলতি বছর যুক্তরাজ্যে তারা যথাক্রমে আরও ১ হাজার ২০০ এবং এক হাজার কর্মী নিয়োগ দেবে। করোনার মধ্যেও বিক্রি তো বেড়েছে চাহিদা তৈরি হয়েছে নতুন স্টোরের। ফলে কোম্পানি দুটি আরও স্টোর খুলতে শুরু করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন