ইতালির মিলানে শাহজালাল জামে মসজিদের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কুরআন শরীফ থেকে সূরা তেলাওয়াত, হামদ নাত পরিবেশন এর মধ্য দিয়ে পালন করা হয় মিলান শাহজালাল জামে মসজিদ এর এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
করোনা মহামারী পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে রবিবার (১৬ আগষ্ট) দুপুর ১২ টায় ইতালির মিলানে শাহজালাল জামে মসজিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলান শাহজালাল জামে মসজিদের মুতাওয়াল্লি পরিচালক কবির আহমেদ ।অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজালাল জামে মসজিদের ঈমাম ও খতিব জয়নাল আবেদীন।অনুষ্ঠানে রিপাবন্তি মসজিদের সভাপতি মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে নাত পরিবেশন করেন বজলুর রহমান ।
উপস্থিত অতিথিমন্ডলীদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে সভাপতি কবির আহমেদ বলেন প্রতিটি সন্তানকে ইসলামের আলোয় আলোকিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তিনি আরো বলেন এই ধরণের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকলের মধ্যে ভ্রাতৃত্ব আরও দৃঢ় হবে।
অনুষ্ঠান শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় ও করোনা মহামারী থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। মহান আল্লাহর দরবারে মোনাজাত পরিচালনা করেন সন্দ্রিয় জামে মসজিদের ঈমাম ও খতিব আবুল হোসেন।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ছিলেন মিলান শাহজালাল জামে মসজিদের কমিটির সদস্য ,ফরাশ মিয়া ,আজাদ খান ,আহাদ মিয়া ,ফারুক মিয়া ,বাকের মিয়া ,নাসির উদ্দিন, জিল্লুর রহমান, আব্দুল মুহিত , নাইম আহমদ প্রমুখ।