­
­
বুধবার, ২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «   মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে  » «   এশিয়ার দেশগুলোর ‘যৌথ সমৃদ্ধির পথরেখা’ চাইলেন ইউনূস  » «   বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির আলোচনায় যুক্তরাষ্ট্র  » «  

বা্হরাইনে শ্রমিক বৈধকরণ প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রদূতের ফলপ্রসু আলোচনা



মানামা, বাহরাইন ১২ মে ২০২০ : বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত ডঃ মোঃ নজরুল ইসলাম বাহরাইনের শ্রমবিষয়ক নিয়ন্ত্রণ সংস্থা এল এম আর এ (LMRA) এর প্রধান (চীফ এক্সিকিউটিভ অফিসার) ওসামা আব্দুল্লাহ আল আবসি এর সাথে আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তার প্রথম বৈঠক করেন। পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের পর রাষ্ট্রদূত করোনা পরিস্থিতিতে তাদের অসাধারণ পদক্ষেপসমূহের জন্য এবং বিশেষ করে, বাহরাইনে অনিয়মিত সকল প্রবাসী কর্মীদেরকে বৈধ হওয়ার সুযোগ প্রদানের জন্য বাহরাইন সরকারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান। আবসি বলেন বাহরাইনে অনিয়মিত কর্মীদের প্রায় ৮০% যেহেতু বাংলাদেশি, সে কারণে এই সাধারণ ক্ষমার সুযোগটি থেকে মূলত বাংলাদেশীরাই উপকৃত হবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যদিও প্রায় ১০ হাজার চাকরীচ্যুত হয়েছে তারপরও বৈধতার সুযোগ দেওয়ার কারণে প্রায় ১৫ হাজার নতুন চাকরিতে যোগদান করেছেন। করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য আবসি রাষ্ট্রদূত মহোদয়ের সহযোগিতা কামনা করেন।

আবসি নিশ্চয়তা দেন যে, সাধারণ ক্ষমার এই সময়কালে কোন অনিয়মিত শ্রমিক বা কর্মীকে গ্রেফতার করা হবে না এবং কোন আইনি ব্যবস্থা নেয়া হবে না। সুতরাং তাঁরা যেন বাহরাইন সরকারকর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়নের জন্য সহায়তা প্রদান করে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে।

রাষ্ট্রদূত করোনা বিষয়ে অব্যাহত সচেতনতামূলক পদক্ষেপসমূহ সম্পর্কে জনাব আবসিকে অবহিত করেন। তিনি জানান, প্রবাসী বাংলাদেশীদেরকে দ্রুততার সাথে পাসপোর্ট সেবা প্রদানের জন্য ২০ মে ২০২০ তারিখ হতে একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পাসপোর্ট গ্রহণ ও বিতরণ করার কাজ শুরু হবে। দূতাবাস পাসপোর্ট নবায়ান বিষয়ে শীঘ্রই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

করোনা পরবর্তী পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশি কর্মীদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা যেতে পারে এবং সেই লক্ষ্যে তাদেরকে কি কি দক্ষতার প্রশিক্ষণ দেওয়া যেতে পারে সে বিষয়ে রাষ্ট্রদূত মহোদয় জনাব আবসির সহযোগিতা কামনা করেন। LMRA এর প্রধান জনাব ওসামা আব্দুল্লাহ আল আবসি রাষ্ট্রদূত মহোদয়কে তার ফ্লেক্সি সেন্টারসমূহ সফর করার জন্য আমন্ত্রণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন