­
­
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মার্চ ফর গাজা: ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সোহরাওয়ার্দীতে জনসমুদ্র  » «   চারুকলায় আগুনে পুড়ে গেছে আলোচিত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ, রহস্যজনক বলছে পুলিশ  » «   ট্রান্সশিপমেন্ট বাতিলে ভারতের বিতর্কিত সিদ্ধান্তের নেপথ্যে যা  » «   ‘বাংলাদেশিসহ’ ৪০ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাল ইতালি  » «   বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?  » «   আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «   যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: বিপজ্জনক খেলা, পথ নেই পিছু হটার  » «   বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «  

কুমিল্লা সিটির দোকান ও শপিংমল ঈদ পর্যন্ত বন্ধ থাকবে



সাম্প্রতিক সময়ে দেশে মহামারী করোনা ভাইরাসের উর্ধমুখী বিস্তারের ফলে আগামী ঈদুল ফিতর পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশন এলাকার সব শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা দোকান মালিক (সমিতি)।

গতকাল বৃহস্পতিবার কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আতিকুল্লাহ খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সরকার আগামী ১০ মে থেকে দোকান, মার্কেট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু, করোনা পরিস্থিতি মোকাবিলায় কুমিল্লা দোকান মালিক সমিতি ঈদুল ফিতর পর্যন্ত অর্থাৎ পুরো রমজান মাসব্যাপী সব শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।’

পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, কুমিল্লা জেলার বেশিরভাগ মানুষ প্রবাসী। যাদের বৈদেশিক মুদ্রার আয়ও সর্বাধিক। ফলে ঈদ মৌসুমে কুমিল্লার মার্কেটগুলোতে ব্যাপক লোক সমাগম হয়। এতে করে করোনা পরিস্থিতি অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।

কুমিল্লার সংস্কৃতি ও ঐতিহ্য গবেষক এবং ব্যবসায়ী আহসানুল কবির ব্যবসায়ীদের এই সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন,জনস্বার্থ ও জনস্বাস্থ্য বিবেচনায় সিদ্ধান্তটি খুবই যুগোপযোগী। তবে এই মুহূর্তে ব্যবসায়ীরা সবচেয়ে কঠিন সময় পার করছেন।

উল্লেখ্য, কুমিল্লা জেলার প্রায় সব উপজেলায় করোনা রোগী সনাক্ত হয়েছেন। গত কয়েকদিনে কুমিল্লা মহানগরে চারজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এ পর্যন্ত এ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১৬ জন। কুমিল্লার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নেয়াতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে বরাবরের মতোই করোনা মহামারী থেকে সহসা বিপদ কাটিয়ে উঠতে সামনের দিনগুলোতে আরো বেশি সতর্ক হতে পরামর্শ বিশেষজ্ঞদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন