­
­
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ট্রাম্পের শুল্ক ধাক্কা কীভাবে সামলাবে বাংলাদেশ  » «   ইউনূস-মোদীর প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ  » «   বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কা  » «   জাফলং ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো কিশোরের  » «   ১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান  » «   ঈদ আসে, গাজায় আনন্দ আসে না  » «   এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  » «   মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী  » «   ঈদযাত্রা: শুক্র ও শনিবার ঢাকা ছেড়েছে ৪১ লাখ সিমধারী  » «   তিস্তা প্রকল্প নিয়ে ‘ইতিবাচক’, মোংলায় আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে চায় চীন  » «   মিয়ানমারে কেন এত বড় বিধ্বংসী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞরা?  » «   বাংলাদেশে সাজাপ্রাপ্ত উগ্রবাদীদের মুক্তি নিরাপত্তার জন্য ‘মারাত্মক উদ্বেগের’: ভারত  » «   চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রবিবার  » «   এনসিপি: অম্ল-মধুর একমাস পার, ভোটের পথে প্রস্তুতি কতদূর?  » «   চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কতা  » «  

বড়লেখার নিজ বাহাদুরপুর গ্রামের নিডি পরিবারের পাশে দাড়িয়েছেন গ্রামের প্রবাসীরা



করোনা মহামারীতে থমকে গেছে পৃথিবী। স্থবির হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি।মানুষের কর্মচাকা থেমে গেছে। এরকম চলতে থাকলে  করোনা মহামারিতে খাদ্যের জন্য হাহাকার করবে মানুষ। বাংলাদেশের অবস্থাও দিনদিন খারাপ হচ্ছে । করোনার এই করুণ থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিন্ম আয় ও দিনমজুর পরিবারগুলো।

করোনা ভাইরাস পরিস্থিতি ও রমজান মাসকে সামনে রেখে  মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ নিজ বাহাদুরপুর গ্রামের প্রায় ১৫০ পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রবাসীদের সংগঠন – উত্তর নিজ বাহাদুরপুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট।

উত্তর নিজ বাহাদুরপুর প্রবাসীদের অর্থায়নে ১৬ই এপ্রিল বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজ বাাহাদুরপুর গ্রামের ১৫০টি নিন্ম আয়ের পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে নিজ বাহাদুরপুর ক্রিকেট ক্লাবের সকল সদস্য ও কিছু গ্রামের স্বেচ্ছাসেবী যুবকদের সাথে নিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেয়া হয়।

২৫ কেজি ওজনের প্রতিটি প্যাকেটে ছিল চাল,ডাল,পেঁয়াজ,সয়াবিন ,ছোলা বুট ইত্যাদি। এর আগে একই দিন বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ শুরুর সময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে  এক দোয়ার আয়োজন করে বিশ্বের সকল মানুষের জন্য দোয়া করা হয়।

সংগঠনের পক্ষ থেকে ৫২বাংলা ইউরোপ ব্যুরো চীফ মো.ছালাহ উদ্দিনকে জানানো হয়,দেশের এই দুর্যোগকালীন সময়ে সমাজের প্রতি কর্তব্য ও দায়বদ্ধতা থেকেই  প্রবাসীরা মানুষের পাশে দাঁড়িয়েছেন।তারা আশা করেন দেশের প্রতিটি গ্রামে প্রবাসী ও দেশের বিত্তবানরা এগিয়ে আসলে অন্যান্য দেশের মতো বাংলাদেশও করোনা মোকাবেলায় সফলতা আসবে।

ট্রাস্টের পক্ষ থেকে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা উত্তর নিজ বাহাদুরপুর গ্রামের সকল প্রবাসীদের এই কল্যাণ ট্রাস্টের সাথে সম্পৃক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে গ্রামের অসহায় নিডি মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত,  উত্তর নিজ বাহাদুরপুর গ্রামের প্রবাসী কল্যাণ ট্রাস্টে ত্রান সামগ্রী অনুদানের জন্য যারা আর্থিকভাবে সহযোগীতা করেছেন তারা হলেন-
কবির আহমদ যুক্তরাজ্য,হাফিজুর রহমান যুক্তরাজ্য,হারুন উদ্দিন যুক্তরাস্ট্র,সুমেল উদ্দিন যুক্তরাজ্য,রুমেল আহমদ যুক্তরাজ্য,অলিউর রহমান যুক্তরাজ্য,জাকির হোসেন ফ্রান্স,সেবুল আহমদ ফ্রান্স,মোস্তফা কামাল ফ্রান্স,আব্দুল হাকিম স্পেন, জাহেদ উদ্দিন যুক্তরাজ্য,আলাল উদ্দিন স্পেন,আব্দুল হাসিম ইতালি,আনোয়ার হোসেন সৌদি আরব,শরফ উদ্দিন সৌদি আরব,আমিনুল ইসলাম মাস্টার যুক্তরাস্ট্র,সোহেল আহমদ যুক্তরাস্ট্র,সাইদুল ইসলাম কানাডা,তাজুল ইসলাম যুক্তরাজ্য,হাছন আহমদ যুক্তরাজ্য,বাবুল আহমদ যুক্তরাজ্য,আসিক উদ্দিন স্পেন,তুহিন আহমদ ইতালি,আলম আহমদ যুক্তরাস্ট্র,হোসেন আহমদ যুক্তরাজ্য,জগলু আহমদ যুক্তরাস্ট্র,নাছিমা বেগম যুক্তরাজ্য প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন