বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট মালয়েশিয়ার অর্থ সম্পাদক আব্দুল করিমের বিদায়ী সংবর্ধনা গত ১৪ ডিসেম্বর ২০১৯,শনিবার স্থানীয় সময় রাত ১০ টায় কুয়ালালামপুরের একটি হোটেল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আশরাফুর রহমান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কমিউনিটি নেতা,সংগঠনের প্রতিষ্ঠাতা সাদেক হোসেন তাপাদার।
সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদায়ী অর্থ সম্পাদক আব্দুল করিম।
এসময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি হারুনূর রশিদ,সাংগঠনিক সম্পাদক মোঃ জামিল হোসেন,শিব্বির আহমেদ,ইকবাল তালাশি, ইমদাদুল হক,তারেকুল ইসলাম সহ প্রমূখ।