­
­
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ?  » «   আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল  » «   ২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা  » «   জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে নেমে আসবে: গভর্নর  » «   মডেল মেঘনা বিশেষ ক্ষমতা আইনে জেলে, অভিযোগ ছাড়াই আটকের যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন  » «   ‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করবে ছায়ানট  » «   মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল  » «   যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: বিপজ্জনক খেলা, পথ নেই পিছু হটার  » «   বিশ্বকে বদলে দিতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ  » «   প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি  » «   নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ  » «   সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার  » «   ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে বাটা-কেএফসি ভাংচুর : ৪ মামলা, গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান  » «   গাজায় গণহত্যা: ছয় জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর, হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ  » «   গাজার ৫০ শতাংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে, সংকুচিত হয়ে পড়ছেন ফিলিস্তিনিরা  » «  

রাখাইনে আবারও তুমুল সংঘর্ষ, সেনাবাহিনীর বিমান হামলা



দুটি অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইনে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতি এবং শুক্রবার রাখাইনের উত্তরের গ্রামীণ এলাকা মিনবিয়া ও মারাউক-ইউতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে গোলাবর্ষণ করা হয়।

রাখাইন রাজ্য সংসদের মিনবিয়া আসনের সাংসদ ও আরাকান ন্যাশনাল পার্টির সদস্য ইউ হ্লা থেইন অং বলেন, বৃহস্পতি ও শুক্রবার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ হয়েছে। তিনি বলেন, কালামা পর্বত এলাকায় আরাকান আর্মির গেরিলা যোদ্ধাদের ঘাঁটি লক্ষ্য করে দুটি অথবা তিনটি অ্যাটাক হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও বোমাবর্ষণ করা হয়েছে।

মিনবিয়ার এই সাংসদ বলেন, মিনবিয়ার প্যান মিয়াং মডেল গ্রামের তিন মাইল উত্তর-পশ্চিমাঞ্চলে এ সংঘর্ষ হয়েছে। রাখাইন এথনিক কংগ্রেসের সেক্রেটারি কো জ্য জ্য তুন বলেন, বিমান হামলার কারণে পার্শ্ববর্তী শিয়ে কিয়ান, দাই থ্যা ও কিয়াং তুং গ্রামের বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। বৃহস্পতিবার দিনভর সংঘর্ষ হয়েছে বলে তিনি স্থানীয়দের কাছে শুনেছেন।

আরাকান আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দাই থা গ্রামে মিয়ানমার সেনাবাহিনীর অন্তত ২০০ সদস্যের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। আরাকান আর্মি নিয়ন্ত্রিত ওই এলাকায় সংঘর্ষ চলে প্রায় সন্ধ্যা ৭টা পর্যন্ত। দাই থা গ্রামের ৫০০ থেকে এক হাজার ৮০০ মিটার এলাকায় এ সংঘর্ষ হয়।

মিয়ানমার সেনাবাহিনীর অন্তত ৫০ সদস্যকে হত্যার দাবি করেছে আরাকান আর্মি। তুমুল এই সংঘর্ষে তাদের তিন সদস্যের প্রাণহানি ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে মিয়ানমার সেনাবাহিনী অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করতে বাধ্য হয়েছে বলে দাবি আরাকান আর্মির। হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র ও বোমাবর্ষণ করার অভিযোগ করলেও মিয়ানমার সেনাবাহিনীর কোন ব্যাটালিয়ন অথবা ইউনিট সংঘর্ষে নেতৃত্ব দিয়েছে তা জানাতে পারেনি দেশটির জাতিগত সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠী।

হতাহতের ব্যাপারে আরাকান আর্মির দাবির সত্যতা নিশ্চিত হতে পারেনি থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের স্থানীয় ইংরেজি দৈনিক দ্য ইরাবতি। তবে মিয়ানমার সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল উইন জ্য ওও বলেন, সংঘর্ষ পরিস্থিতির ওপর ভিত্তি করে সেনাবাহিনী বিমান হামলা পরিচালনা করে। হতাহতের তথ্য দিতে অস্বীকার করেছেন তিনি।

চলতি বছরের এপ্রিলে মারাউক-ইউতে মিয়ানমার সেনাবাহিনীর একটি পদাতিক ঘাঁটি ও পুলিশ রেজিমেন্ট আক্রান্ত হওয়ার পর বিমান হামলা পরিচালনা করা হয়েছিল। এপ্রিলের এই হামলায় রাখাইনে অন্তত ছয় রোহিঙ্গার প্রাণহানি ঘটে। গত জুলাইয়েও বুথিডংয়ের একটি গ্রামীণ এলাকায়ও বিমান হামলা চালায় মিয়ানমার সেনাবাহিনী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন