শনিবার ২৫শে মে বার্সেলোনার শাহ জালাল জামে মসজিদে অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল।
ইফতার অনুষ্ঠানে কমিউনিটির সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ছাড়াও আয়োজক সংগঠনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজী, সিনিয়র সহ সভাপতি মুক্তাদির রহমান মুক্তি, সহ সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক কাওসার হাসান, সহ সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, কোষাধ্যক্ষ আব্দুল মুমিন, সহ কোষাধ্যক্ষ মারুফ আহমদ, প্রচার সম্পাদক সালাম বুলবুল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
আগত অতিথিবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক কাওসার হাসান।
শাহ জালাল জামে মসজিদের ইমাম মওলানা মোঃ ইসমাইল হোসেন ইফতার পূর্ববর্তী আলোচনা এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন।